আমাদের কথা খুঁজে নিন

   

পোড়া ডিজেলের কৈলাস দর্শন

অবশ অনুভুতির দেয়াল

স্বপ্নদের ছুটি দিয়েছিলাম। বাস্তবতা আর স্বপ্নের মাঝামাঝি, যেখানে বাস্তবতা হুমকি হয়ে দাঁড়ায় স্বপ্নদের জন্য, সেখানে স্বপ্নদের বাঁচিয়ে রাখাটা খুব জরুরী, কারন বেঁচে থাকার জন্য এই স্বপ্নরাই শেষমেষ পোড়া ডিজেলের সহায়। দাঁড়িয়েছিলাম চিম্বুক-এর উপর। একপাশে অস্তমান সূর্য, আরেকপাশে চাঁদ, আকাশে নিজের সিংহাসনে অধিষ্ঠানের পথে ক্রমশ এগিয়ে যেতে থাকা এক ক্লিওপেট্রা। ক্ষণকালের জন্য অকাল বোধন।

মহাকালের দুটি প্রাচীন চোখ, খানিক প্রফুল্লতা, কতকটা ক্লান্তি আর একটুকু বিষাদমাখা ভ্রান্ত ক্রোধ নিয়ে, দৃষ্টান্ত স্থাপনে ব্রতী। পোড়া ডিজেল বিহ্বল একা, লৌকিকতার শেষ প্রান্তে দাঁড়িয়ে, প্রকৃতির সম্মুখে নগ্ন মগ্নতায় চিরহরিৎ বিশালতার বামন পূজারী। চোখ ভরা নীরব শূণ্যতা মাখামাখি অসহ্য মুগ্ধতায়। অতঃপর পিতৃতান্ত্রিক সূর্য দেয় টুপ ডুব, আকাশে ক্লিওপেট্রার একনায়িকাতন্ত্র। নীলগিরির পথে পোড়া ডিজেল।

আকাশে আঁধার নামে, নাকি ওঠে? হলোই বা। সুগঠিত চাঁদ যেন রূপালী সিংহাসনে অধিষ্ঠিত অধিশ্বরী, এক অক্ষৌয়িনী নক্ষত্র তার একনিষ্ঠ মুগ্ধ সভাসদ। পোড়া ডিজেল কংক্রিটের জঙ্গলের বাসিন্দা, দুর্বিনীত দূষণ এতকাল তার কাছ থেকে আলাদাই করে রেখেছিল ওদের। গ্যালিলিও, কোপারনিকাস কিংবা ঊন্নাসিক অগ্যস্ত একারনে ভাগ্যবান। সূর্যকিরন যেন সুতীব্র সার্চলাইট, কোনো গোপনীয়তা সয়না সে।

চাঁদের মায়াবী আলোয় কেমন যেন এক নিষিদ্ধ অভিসারের হাতছানি, তলিয়ে দিতে চায় এক পাপমগ্ন অতলান্তিকে। যেমনটা ডুবে আছে চরাচর, নিকৃষ্ট কামনার উৎকৃষ্ট বিভোরতায়। পোড়া ডিজেল ভাবে, এ কৈলাস বড় নির্লজ্জ নির্মম, তথাকথিত সভ্যতাকে আঁচড়ে কামড়ে দেয় উন্মাদ সৌন্দর্যের নখরে। আর ঘর পোড়া গরু নখদন্তহীন পোড়া ডিজেল, ক্ষতবিক্ষত ইন্দ্রিয়দের জন্য একটুখানি অবকাশ খোঁজে। ফিরে যায় পরিচিত কৃত্রিমতায়।

ক্লান্ত পোড়া ডিজেল লৌকিকতার আজন্ম আশ্বাস বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। যখন ওঠে তখন পূব আকাশ লালাভ, যেন লোহিত অবয়ব নিয়ে শক্তিমান ক্ষত্রিয়ের অপেক্ষায় এক অতৃপ্ত নারী। নীচে তার আদিগন্ত প্রসারিত ধবল মেঘের ফুলশয্যা। পশ্চিমাকাশে তখন বিদায় ঘন্টা বাজছে। ক্লান্ত বিধ্বস্ত অভিসারিনী ক্লিওপেট্রা অন্তিম আলিঙ্গনে শেষ এক পশলা চুম্বনের ঔদ্ধত্ব এঁকে নিচ্ছে পান্ডুর অধরে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।