আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: পোড়া আলু

Let the wind blow out the candles
আগুনে আলু পোড়ানো ব্লগের নাতুন কোন কাহিনী না। ব্লগে আগুন লাগলেই খিয়াল করবেন 'একটি মহল' আলু পোড়ানোর ধান্দায় থাকে! সেই মহলটা আবার ফর্ম হয় আগুন লাগাইছে কারা, কেন, ডিজেল না মবিলে লাগাইছে সেইটার ওপর ফ্যাক্র কইরা! কারণ অথরিটি জানে, মাথা গরম পাবলিকের অভাব নাই ব্লগে......একটা সময় আমিও খুব লাফাইতাম, এখন বেশ ম্যান্দা মাইরা সুশীল ব্লগার হইয়া গেছি। তারপরও সাম্প্রতিক কাহিনী নিয়া কিছু গেজাইতে ইচ্ছা করলো! যা হইবার তাই হৈছে - রনি দাদা বুঝিয়া সুযোগ আগুন লাগায়া দিলো। ব্লগে পুরা তোলপাড় আর মাঝখান দিয়া কারা আলু পোড়াইলো সেইটা একটু দেখি। দাদা সম্ভবত ভোর রাতের দিকে কমেন্ট করেছিলেন, সেইসময় মডু নাই এটা মানলাম।

কিন্তু তার কমেন্ট মোছা বা ব্যান করতে প্রায় একদিনের মত লাগার কারণটা ঠিক বোধগম্য না। হয়তো মডুরা মাত্র ব্লাককফি হাতে জবে বসিয়াছেন। হৈতেই পারে। যদিও নিন্দুকেরা 'জয় বাবা ট্রাফিক' বলিতেছে সে কথায় কান দিলাম না! রনির কমেন্টের পরই পোস্টের পর পোস্ট এসেছে, পাবলিক ব্লগে চোখ রেখেছে, লগ্ডইন আর ভিজিটর মিলিয়ে তিনশোর কাছাকাছি হিট সবসময় থেকেছে। আর অথরিটিরই বা দোষ কোথায় - আনলাকি থারটিন নাম্বারটাইতও কুফা........ আগুনে আলু পুড়াইয়া র‌্যাংকিং আগায়া নেওয়াটা দোষের কিছু না! আরেকজন যে আলু পুড়াইলো, সে কমেন্টকারী দাদা নিজেই।

তার নিজের কফি হাউজ না বাল হাউজ ব্লগ যেটার নামই জানতামনা, সেটায় মনে হয় মানুষজন এখন দলে দলে লগাইয়া বেটারে ঝাড়তেছে। সেটাই স্বাভাবিক, তয় মাঝখান দিয়া বেটার ব্লগই হিট হইয়া গেল! মাঝখান দিয়া আমরা মুখ খারাপ করলাম, সময় আর শ্রম নষ্ট করে বাস্তুহীন আগাছার পিছে অর্থের অপচয়, মাঝখান দিয়া এরা আলু পুড়াইয়া খাইয়াও ফেললো! আরো মজার বিষয় দালালবাবার আবির্ভাব, ছাগাফুরের বেহায়াপনা আর একটি 'বিশেষ মহলের' নিশ্চুপ সমর্থন! এই মহল তো এখন ফায়ার পাবলিকের সামনে কিছু কইতে পারে না, তয় চান্স পাইলে দালালী কইরা আর 'কোরবাণী কোন উৎসব নয়, রক্তারক্তি ভালু লাগে না মুই কষ্ট পাই' টাইপের পোস্টায়. বা কমেন্ট ঝাড়ে! তবে এবার সুবিধা করতে পারে নাই, মাইনাস দিয়েই ক্ষান্ত ছিলো। আজকের ব্লগ আন্দোলন এইটাই প্রমাণ করলো যে কলকাতার পশ্চাৎদেশ চাটলে সমুচিৎ জবাব আমরা দিয়া দিমু। সবার মাঝে এই ইউনিটি আর ইন্সপায়ারেশন টা জাগিয়ে দেওয়ার জন্য রনিরে একটু ধইনা দেওয়া যায়। তবে দিনশেষে আলুপোড়ালো যারা তাদেরই প্রাপ্তির পাল্লা ভারী! পুরান যারা ব্লগার আছে তারা সামুর এই এনভায়রনমেন্টের সাথে পরিচিত বইলাই মনে হয় পোস্টগুলায় তাদের কোন কমেন্ট দেখলাম না! আমি নিজেও খুব একটা বলি নাই, খালি + আর সহমত জানায়া গেছি।

দিনভর আন্দোলন কইরা সবাই টায়ার্ড মনে হয়.....এইবার কে কি পাইলেন সেটা হিসাব করতে করতে ঘুমাইয়া পড়েন....অনেক হিট দিছেন সামুরে! পোড়া আলু আপনাদের কপালে নাই......ঐটা রনি আর তার সহমনারা এখন ভাগ বাটোয়ারা করতেছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।