আমাদের কথা খুঁজে নিন

   

পোড়া পোড়া গন্ধ আসে (ছ্যাকা কবিতা)

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !

হে প্রিয় তমা সকিনা ভানু আমার পেরেম বুঝনা কেনু দাড়াতে তোমার কলেজ পানে ডলা খেলাম কত কানে!! তার পরেও প্রেম দিবেনা? দিল টা করবা লুলা কানা? চু. চু,.. চু...চুচুচুচুচুচুচুচুচুচুচু কত ফগুন এলো গেলো গায়ের রংটা একটু কালো টেকা পুইসা ভালই আছে কিপটা সবাই বলে পাছে তাইবলে কি প্রেম দিবেনা? লুটিয়ে দিব হীরা, সোনা। আহা ..আহা...আহারে................. ধরা পইরা ধরা ভাইয়ের হাতে মাইর কতই পড়ল পাতে!! দিতে যেয়ে প্রেমের চিঠি খেলাম কত গজারি লাঠি। তার পরেও প্রেম দিবেনা? খাওয়ার পরেও লোহার দানা? উহু রে উহু হু হু হু ..... বুঝাতে যেয়ে প্রেমের মর্ম পায়ে পড়ল মাথার ঘর্ম তোমার জন্য কিডনী লিভার হজম হইয়া গেছে আমার। তার পরেও প্রেম দিবানা? এতই খারাপ আমার খোমা ...কুহু উহু কান্নার স্পেসাল ইফেক্ট...... হৃদয় পুড়ে কয়লা হল পোড়া গন্ধ ছড়িয়ে গেল.. ঠান্ডায় কি নাক বন্ধ? পাওনা কোন পোড়া গন্ধ? তার পরেও প্রেম দিবানা? তুমি পষান হলো জানা!! আত:পর বিদায় এবং বিদাযের সূর বাজবে টু..টুটু..........য়ু ..টু..টুটু..........য়ু ১০ বছর পরের কথা ভানু এখন ত্রিরত্নের গর্বিত জননী ছোট টা এখন ও মাটির সাথে কথা বলে চোদ্দই ফেব্রুয়ারীর নেই কোন আলাদা আবেগ অধিক চাষাবাদে তার জমি আজ মরুভূমি প্রায় হায় ভানু এখনো আমার বুকে তোমার জন্য প্রমত্ত পদ্মা জানলে না শুধু জানলে না!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।