আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদী ও জামাত-শিবিরঃ এদের কি মুসলিম বলা যায়?

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !! মওদুদী ইসলাম ধর্ম প্রচার নয়, ক্ষমতাকে মূল টার্গেট করে বই লিখতো। তো যার টার্গেট ক্ষমতা তার ইসলামী মতবাদ বিতর্কিত হবে- এটাই স্বাভাবিক। ক্ষমতা পাওয়ার জন্য সে ইসলামকে ঘুরিয়ে-পেঁচিয়ে বিতর্কিতভাবে উপস্থাপন করত। নিজের দলের লাভের জন্য সুবিধাজনক তত্ত্ব দিত। যখন যা দরকার পড়ত তখনই ঠিক মনগড়া একটা তত্ত্ব এনে হাজির করত।

তার মূলনীতি ছিল সন্ত্রাসবাদ। তার বই পড়ে জামাত-শিবির কী ধরণের ইসলাম শিখবে সেটা তো বুঝাই যায়। বাংলাদেশে মওদুদীর বই নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জামাত-শিবিরের প্রতিটি কর্মী মওদুদীর লেখা বই পড়ে। মওদুদী প্রসঙ্গে একজন পাকিস্তানী ইসলামী স্কলারের বক্তব্য শোনা যাক। পাকিস্তানের বিখ্যাত স্কলার, করাচী মাদ্রাসার পরিচালক, পাকিস্তান পায়াস ফাউন্ডেশনের প্রধান মুহাম্মদ ইউসুফ বানুরি (রহঃ) তাঁর বই "Al-ustad al-Mawdudi"-তে লেখেন, "Mawdudi is not a man of religion but a politician. He was unqualified in Islam. Some of his opinions are of fisq (immorality, outright sin); some are bidat'; some are ilhad (heresy); some reveal his ignorance in Islam, and some others show that he has not understood religious knowledge well. His various writing contradict one another". ১৯৫৩ সালে বিপুল পরিমাণে কাদিয়ানী হত্যার অভিযোগে পাকিস্তানে মওদুদীর মৃত্যুদন্ডও হয়েছিল।

কিন্তু মধ্যপ্রাচ্যের চাপের কারণে পাকিস্তান সেই মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে নি। যার মূলনীতিই হচ্ছে "বিপক্ষে গেলেই হত্যা করো" তার এদেশীয় সাগরেদরা কেমন হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশেও দেলু রাজাকারের বিভিন্ন ওয়াজে কাদিয়ানীদেরকে হত্যার উস্কানি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে। যেখানে মহানবী (স) সকল প্রকার হত্যাকাণ্ড ও রক্তপাত নিষিদ্ধ করেছেন সেখানে তারা মহানবী (স)-কে না মেনে মানছে মওদুদী ও সাঈদীদের। অর্থাৎ, মহানবী (স)-এর আদেশের চেয়েও এদের কাছে বড় হল মওদুদী ও সাঈদীর আদেশ।

এরপরেও কি জামাত-শিবিরকে "মুসলমান" বলা যায়? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.