আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে ভালবাসা, তুমি করলে নিরাশা!

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

আমার এক বন্ধু ভাল লেখালেখী করত। সব সময় হাসত আর অন্যকে হাসাতে। তার জীবনে হঠাত একদিন একটা মেয়ে এসে ভালবাসার খেলার সাম্পন ভাসায়। দুজনই দুজনকে এমন ভালবাসে যে বন্ধুটার ঘুম ভাঙ্গতো তার প্রেমিকার কল পেয়ে।

সম্পর্কটা এক পর্যায়ে এমন রূপ নেয় যে পরিবার পর্যন্ত গড়িয়ে যায়। বন্ধুটির প্রেমিকা আমার বন্ধুর বাসায় ফোন করতো তার মা, বাবা এবং বোনদের সাথে কথা বলতো বোনের বান্ধবী পরিচয়ে যদিও বন্ধুটির বোনর বান্ধবী নয়। সময়ের পরিক্রমায় একদিন বন্ধুর প্রেমিকার মা আমার বন্ধুর সাথে কোন সম্পর্ক না লাখতে উনার মেয়েকে নিষেধ করেন। কারণ আমার বন্ধুর বংশ নাকি কিষাণ আর উনারা তালুকদার। শুনেছিলাম বন্ধুর প্রেমিকার ভাই একটি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত।

শেষ পর্যন্ত ভাইটিও প্রেমের কাটা হয়। বন্ধুটার নামডাক এলাকায় ভাল। কিন্তু সে কিষাণের ছেলে বলে তার প্রেিমকাও তাকে ছেড়ে গেল। তাই সে আজ মৃতু্র সাথে লড়ছে। ওর জীবনটা থেম যাচ্ছে.. আমি কি করব বুঝতে পাছিনা...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.