আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম নাকী বন্ধুত্ব....মানুষটাকে ভুলতে চাই ।

মানুষকে খুব ভালবাসতে ইচ্ছা করে ,কিন্তু পারি না ।

ভালবাসা কী খুব জানতে মন চায় । আমি নিজেও জানি না ভালবাসা কী । তবে আমি এত টুকু জানি আমি একজন কে ভীষন রকম ভালবাসি ,কিন্তু তাকে ভালবাসার কথা প্রকাশ কর‌তে আমি অনেক দেরি করে ফেলছি । আজ থেকে ৬ বছর আগের কথা ,তখন মাএ ইন্টার মিডিয়েট ২বর্ষে আছি ,আমার বন্ধু বান্ধব দের মধ্যে অনেক এর প্রেম চলতেছে কিন্তু আমার কিছুই হয় না ।

আমি ও মাঝে মাঝে ভাবি আমার কেন হয় না । আমার বন্ধুরা আমাকে খুব রাগায় ,কিন্তু আমি রাগি না ,কারন আমাকে দিয়ে হয়ত এই কর্ম হবে না । তখন দেখা ওর সাথে । ওকে যখন প্রথম দেখি তখন আমার মধ্যে কোন অনুভুতি জাগে নি ,যখন জাগল তখন অনেক ধেরি হয়ে গেল । ওর নাম মীরা ।

ও আর আমি পাশা পাশি বাসায় থাকতাম ,প্রথম প্রথম ওর সাথে কথা হত না । আমি নিজেও খুব লাজুক টাইপের একটা ছেলে । ঐ আমার সাথে কথা শুরু করল । একদিন আমি কলেজ থেকে বাসায় আসছিলাম তখন আমার হাতে একটা কোক এর বতল ছিল । এ আমাকে দেখে বাসা থেকে বের হয়ে গেট এর সামনে দাড়িয়ে ছিল ,আর আমি পারলে মাটির সাথে মিশে যাই ।

ও থখন আমাকে বলল ,কোক কী একা খাওয়ার জন্য নাকী ?প্রতিদিন একা একা খান ,আজ আমি খাব । আমি বললাম ,সমস্যা নাই । ও আমাকে বলল ,সমস্যা আছে , আমি বললাম ,কী সমস্যা ? ও বলল ,আপনি তো আর আমার জন্য আনেন নি , আমি বললাম তাতে কী ,বন্ধু রটাতে তো ভাগ আছে । ও চোখ বড় বড় করে বলে কে বন্ধু ? আমি বললাম ,কেন তুমি । এ ভাবেই আমাদের বন্ধুত শুরু।

আমার এর সম্পর্ক এত ভাল যে আমার বন্ধুরা আমাকে হিংসা করে আমাদের নিয়া । আমার ওর বাসার মধ্যে ও ভাল একটা সম্পর্ক হয়ে গেল । আমরা একজন আর একজন এর ভাল বন্ধু ,কিন্তু আমরা কেউ বুঝিনি আমরা একজন আর একজন এর প্রেমে পরে গেছি । আসতে আসতে দিন যায় আর ওর জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে । আমরা এ নিয়া কত মজা করতাম ।

এমন হইছে ছেলে চায় মেয়ে যেন বাহিরে কোথাও যেয়ে কথা বলে ,তো ওকে আমি নিয়ে যেতাম কথা বলতে । এমন করতে ওর একদিন বিয়ে হয়ে গেল । এখন শুরু হল আমার কষ্ট ,আমি যখন দেখতে থাকি ওর সাথে ওর বর তখন কেন যেন সহ্য করতে পারি না । এখন বুঝি ওকে আমি কতটা ভালবাসি । ওর বিয়ে হল ২ বছর কিন্তু এখনও কেন যেন ভুলতে পারি নি ।

মাঝে মাঝে কথা হয় , ভোলার চেষ্টা করছি কিন্তু পারি না । কেউ কী বলবেন আমার কী করা উচিত ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.