আমাদের কথা খুঁজে নিন

   

শাইখ সরিাজরে র্বুমা পদক বাংলাদশেরে জন্য বড় সম্মান ও স্বীকৃতি : জাতসিংঘ



জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র কৃষি ও উন্নয়ন সাংবাদিকতার সর্বোচ্চ পদক এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড নিয়ে দেশে ফিরেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়ে এফ এ ও‘র কান্ট্রি ডিরেক্টর বলেছেন, শাইখ সিরাজের এ পদক পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে তিন দশকের নিরলস পরিশ্রম শাইখ সিরাজের। তৃতীয় বিশ্বের এই দেশে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম অংশীদার হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ১৮ নভেম্বর ইটালির রাজধানী রোমে বিশ্ব খাদ্য সম্মেলনের শেষ দিনে তার হাতে আনুষ্ঠানিকভাবে এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ব খাদ্য সংস্থার মহাপরিচালক জ্যাক দিউফ।

প্রথম বাঙালি এবং পঞ্চম এশীয় হিসেবে এই পদক গ্রহন করে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা জানানো হয় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে। বিশ্ব দরবারে তার এই পদক গ্রহন বাংলাদেশকে সম্মানিত করেছে বললেন কৃষি সচিব । কৃষি ও কৃষকের জন্য নিরলস কাজ করতে গিয়ে অনেক সময় পরিবারকে সময় দিতে পারেননি তিনি। কিন্তু এতে তাদের কোনো খেদ নেই। তারা জানেন, রাত পেরোলেই হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাবেন বুর্মা পদকে সম্মানিত এ কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.