আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় ১০৬(বিচ্ছেদ বিষয়ক)

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) নরেনঃ প্রকাশকে আমি গতকাল অব্দি প্রকৃত বন্ধু বলে ভাবতাম জানিস, কিন্তু আজ আমার তাকে শত্রু ভাবতে ইচ্ছে করছে। ওর নামে আমি থানায় ডাইরী করবো।

বরেনঃকেন? নরেনঃ দুমাস আগে ও আমার বউকে নিয়ে পালিয়েছিল। আমি খুশি হয়েছিলাম তাই থানায় ডাইরী করিনি। বরেনঃতারপর? নরেনঃ কাল ও আমাকে ফোনে বললো, বউ ফেরত দেবে, তাই ভাবছি ওর নামে থানায় ডাইরী করবো। (২) স্বামীঃ দশদিনের এই অফিস ট্যুরে তোমাকে ছাড়া আমার খুব খারাপ লাগবে ডারলিং। স্ত্রীঃ আমারও খুব খারাপ লাগবে সোনা।

দশদিনের ট্যুর শেষে স্বামী বললোঃ কি গো খুব হাসিখুশি লাগছে যে? স্ত্রীঃ তোমার বোন এসেছিল বেড়াতে, ওর সাথে গল্পগুজবে দশটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। তা তোমার ট্যুর কেমন হলো? স্বামীঃ আমি এই ট্যুর খুব এনজয় করেছি। স্ত্রীঃ কি রকম? স্বামীঃ তোমার বোন আমার সঙ্গে গেছিলো কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।