আমাদের কথা খুঁজে নিন

   

পড়বে কি তখন আমায় মনে?

কালের স্রোত

যেদিন তুমি আমায় ভুলে হাত বাড়াবে অন্য পানে, পড়বে কি তখন আমায় মনে? ও হাতের ঐ উষ্ণ ছোঁয়ায় শিউরে উঠবে কঠিন হৃদয় উঠবে জেগে হারানো প্রণয়, চমকে উঠবে চুম্বনে, পড়বে কি তখন আমায় মনে? ভাববে বুঝি আমারই অধর ছুয়ে আছে অধর কোণে, পড়বে কি তখন আমায় মনে? বরণের ঐ লোকের ভিড়ে থাকবে সবার চোখের কোণে, পড়বে কি তখন আমায় মনে? নবাগতের ফুলের তোড়া বেদনা হয়ে করবে তাড়া লাগবে একা আমায় ছাড়া, আপন জনের আয়োজনে, পড়বে তখন আমায় মনে? আপন জনের রুদ্র কখন ভরাবে দু’চোখ অশ্রু বানে, পড়বে তখন আমায় মনে। গভীর রাতে নিদ্রা টুটে দেখবে সখার বুকের কোণে, পড়বে কি তখন আমায় মনে? সখার বুকের উষ্ণতা তখন আপন দেহ করবে দহন ভাববে ক্ষণে আমিই আপন, ভাঙ্গবে ভাবনা বন্ধনে, পড়বে তখন আমায় মনে। স্মৃতির পাতার মোর ছবিটা ভাসবে তখন চোখের কোণে, পড়বে তখন আমায় মনে? যখন সখার বুকে মিশে রইবে বাহু বন্ধনে, পড়বে কি তখন আমায় মনে? সকাল সন্ধা কিংবা রাতে জড়িয়ে ছিলে এই বাহুতে সর্বভুলে সখার সাথে রইবে কোন নির্জনে, পড়বে তখন আমায় মনে। সখার বাহু রশির মত করবে আঘাত তোমার মনে, পড়বে কি তখন আমায় মনে? শুনবে যেদিন আমি আছি সেই যে বকুল বনে, পড়বে তখন আমায় মনে। আসবে ছুটে হয়ে বাদী দেখবে মোর জরা সমাধী অমনি মন উঠবে কাদি, জমবে অশ্রু যখন চোখের কোণে, পড়বে তখন আমায় মনে। হইতো তুমি ভাববে তখন সুখেই আছি এই ভূবনে, পড়বে কি তখন আমায় মনে? দীপন নন্দী ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০০৯, ৯ অগ্রহায়ণ ১৪১৬, ৫ জিলহজ ১৪৩০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.