আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সিগঞ্জ ভাগ্যকুল ঘুরে এসে.......

হাউকাউ পার্টি

মুন্সিগঞ্জে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে ওখান থেকে আসবার পথে ভাগ্যকুলে দেখা মিললো এই স্থাপত্য কমপ্লেক্সের। জমিদারদের বসতবাড়ি, মন্দির, পুকুর, খোলা চত্বর সব মিলিয়ে বেশ বড় একটা জায়গা। সময়ের স্বল্পতার কারণে এদের বংশ পরিচয় সম্পর্কে কোন তথ্যই জানতে পারিনি, শুধু কিছু ছবি তুলেছিলাম। সেখান থেকে কিছু ছবি আপনাদের জন্য......... বিশ্বেশ্বর মন্দিরটি একটা একবাংলা মন্দির। মন্দিরে বাইরে ও ভেতরে চমৎকার সব টাইলস লাগানো আছে।

এটা বাইরের দেয়ালে লাগানো। এগুলো সব ভেতরের দেয়ালে লাগানো। এর পাশেও আছে একটা দোলমঞ্চ। নাম নন্দলাল স্মৃতিমন্দির। পিলারের আলংকরণ।

এটা সিলিংএ। এখানেও টাইলসের অলংকরণ আছে। লিনটলের উপরের কারুকাজ। নিচে বসতবাড়ির বিভিন্ন অংশের ছবি। এটা দরজা, কাঠের কারুকাঝ করা আছে (প্রবেশ নিষেধ)।

লম্বা জানালা, উপরের দিকে নানা রং বাড়ির বিভিন্ন অংশ। আরো বিস্তারিত তথ্য দিতে পারলে ভাল লাগতো, সীমাবদ্ধতার জন্য দু্‌:খিত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।