আমাদের কথা খুঁজে নিন

   

বেহালা শিখতে চাই

ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল

অনেকদিন পর এখানে এলাম একটা সাহায্যের জন্য। আমি বেহালা শিখতে আগ্রহী। আমি থাকি নাখালপাড়ায়। এর আশে পাশে (মহাখালী, ফার্মগেট) কোথায় বেহালা শিখতে চাই। তবে অফিসের কাছে (ধানমন্ডী ৯/এ) এর আশে পাশে হলেও চলবে। কেউ কি আমাকে বেহালা শেখায় এমন কারও সন্ধান দিতে পারেন? বাংলাদেশে গিটার নিয়ে অনেক সাইট থাকলেও বেহালা নিয়ে সম্ভবত কোন সাইট নাই। জানা থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন। এছাড়াও বেহালা শেখার কোন বই/সিডি বা অন্য কোন ম্যানুয়াল থাকলে সন্ধান দিলে উপকৃত হব। আর এখানে যদি বেহালা বাদক থাকেন তাহলে কি বলতে পারবেন এই বেহালাগুলো কেমন? Click This Link অগ্রীম ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।