আমাদের কথা খুঁজে নিন

   

বেহালা কিনতে বলোনা

বেহালা কিনতে বলো না বলো না,আবার বেহালা কিনতে বলো না । ভালবাসার মায়াবী রঙ্গে সে যে আজও উন্মাতাল করে,তার ছড় টেনে যে সুর তুলেছি হৃদয় গহীনে,সেখানে কিভাবে নতুনের হবে আশ্রয় ! বেহালা আমার নিয়ে চলে গেছে, জনৈক, সে কি জানে ওর ভিতরে আমার অস্তিত্ব? হয়তো কোথাও মলিন আঁধারে,ঘরের কোন এক কোণে, পড়ে পড়ে কাঁদে,ডাকে সে--- আমি ছাড়া কেউ শোনেনা ! আমি আজ পেয়ে গেছি পুরনো, তাকে, স্মিত হাসি চোখে,সে চোখ ফেরাতে পারি না কখনো, কখনোই, তুমি---নতুন বেহালা, হৃদয়ের তুমি,তুলতে সুরের মূর্ছনা! বেহালা কিনতে বলো না ------ ঢাকাঃ১৩/১০/১২ রাতঃ০৪ঃ০০ টা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।