আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নচারী

A passionate writer

স্বপ্নচারী - হোসাইন আব্দুল হাই নরম তুলতুলে বিছানায় ডুবে যাই তোমায় পুজো দিতে দিতে নিমেষেই চোখ জুড়ে আঁধার নেমে আসে আরশিতে চাঁদের ক্ষীণ আভা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। ছুটে যাই সবুজের সমারোহে যেখানে পাখিরা ডানা ঝাপটায় নীল আকাশে ফুলেরা হাতছানি দেয় - স্বাগত মিষ্টি গন্ধে ভরিয়ে দেয় প্রাণ, মন। চেনা-অতি চেনা মানুষগুলোর সাথে দাওয়ায় বসে হারানো দিনগুলোর মধুর স্মৃতি রোমন্থন করি ছবি আঁকি আগামীর নতুন রঙ্গীন মুহূর্তের সে এক মহাপরিকল্পনা অনিঃশেষ। বিকেল বেলা সূর্য গড়াই পশ্চিমে হাঁটু জলে ছিপ নিয়ে খেলা করি হরেক রঙের রুই-কাতলা-তেলাপিয়া, আর প্রিয় পুঁঠির সাথে অতি চেনা মহানন্দার বুকে তলিয়ে যায় লাল বাটি। হঠাৎ মনে হয় কাল সকালেই অফিস একগাদা কাজের ফাইল রেখে এসেছি কুর্ট-শুমাখার-স্ট্র্যাশে যথাসময়ে হাজির হতেই হবে বৈকি আড়মোড়া ভেঙ্গে নিজেকে আবিষ্কার করি টানেনবুশে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।