আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নচারী শিক্ষাবৃত্তি-২০১৪


আসুন না নতুন বছরটা খুব ভাল কিছুদিয়ে শুরু করি।



গত বছর অনেকটা পরীক্ষামূলকভাবেই স্বপ্নচারী শিক্ষাবৃত্তির কাজ শুরু করেছিলাম আমরা ৬ জনকে বৃত্তি প্রদানের মাধ্যমে। তাদের মধ্যে তিনজন পিএসসি এবং জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই জিপিএ ফাইভ পেয়েছে। আমরা চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী কিছু ছেলেমেয়ের পাশে দাঁড়াতে যারা স্বপ্ন দেখতে জানে, হাজার প্রতিকূলতায় যারা স্বপ্ন বিসর্জন না দিয়ে এগিয়ে চলে।

এবছর আমরা ভেবেছিলাম বৃত্তির সংখ্যা বাড়িয়ে ১০ জনকে বৃত্তি দিব।

কিন্তু আমাদের চারপাশের চমৎকার কিছু মানুষ এমনভাবে পাশে এসে দাঁড়ালেন যে ১০ জনের পরিবর্তে প্রায় ৪০ জনকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই মানুষগুলোর বেশিরভাগই দেশে কিংবা বিদেশে অত্যন্ত সফল, এঁদের অনেকেই বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি, দেশের প্রতি নীরবে এঁরা কীভাবে কাজ করে যেতে চান। আপনাদের সবার সহযোগিতায় স্বপ্নচারী ২০১৪ সালের জন্য প্রায় ৩ লক্ষ্য টাকার বৃত্তি কার্যক্রম ঘোষণা করছে।

আপনার পাশে, আপনার এলাকায় কিংবা গ্রামে এমন কাউকে আপনি চিনেন, যাকে দেখে মনে হয়েছে একটু অন্যরকম? যারা প্রতিকূলতায় ভেঙ্গে না পড়ে একটু হলেও নিজেকে প্রমাণ করতে পেরেছে বা চেষ্টা করে যাচ্ছে।

এমন কাউকে চিনে থাকলে দয়া করে আমাদের জানান। বাৎসরিক ৭,০০০ টাকার এই বৃত্তি তার পথ চলতে একটুও যদি সাহায্য করে, তার স্বপ্নটাকে আরও বড় করে তাহলে মন্দ কী?

আমি আমার পরিচিত সবার কাছে অনুরোধ করছি, ঢাকা কিংবা ঢাকার বাইরে, দেশের যে কোন স্থান থেকে এই অন্যরকম মেধাবী ছেলেমেয়েগুলোকে তুলে আনতে, তাদের পাশে দাঁড়াতে আমাদের সহায়তা করুন। এই পোস্টারটি ছড়িয়ে দিন আপনার পরিচিতজনের কাছে। কে জানে আপনার সামান্য এই উদ্যোগটুকু হয়ত কারও জীবনে একটু হলেও পরিবর্তন আনবে।

শুভ হোক নতুন বছর।



বিস্তারিত জানতে ক্লিক করুনView this link

অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে ক্লিক করতে হবে এই লিঙ্কেঃ View this link
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।