আমাদের কথা খুঁজে নিন

   

আরজে হতে মন চায়...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

আমি খুব সুন্দর করে কথা বলতে পারি!! কথা বলার ভয়েসটাও অসাধারণ। তো আমি বেশ কিছুদিন ধরে আরজে হওয়ার ব্যাপারে চিন্তা করলাম। চিন্তার ফলাফলটা হলো- হওয়া গেলে ভালোই হবে। নীরবদের চেয়ে ভালো করতে পারবো নি:সন্দেহে... আসলেই আমি রেডিওটুডের নীরবের চেয়ে ভালো করে কথা বলতে পারি... রেডিওটুডের আরমান শায়ের আমার প্রিয় আরজে। এছাড়া আফরিনের কথাও ভালো লাগে। তারপর এবিসি রেডিও কিবরিয়া, রাব্বি ও শৈলীর কথাও খুব ভালো লাগে। আর নীরবকেও ভালো লাগে। নীরবের কথাটা আলাদা করে বললাম, কারণ- উনিই সবচেয়ে নাম করেছেন বেশি। তো- আমারও মন চাচ্ছে আরজে হতে। আরজে হওয়ার জন্য ভালো কন্ঠস্বর ছাড়া আর কী লাগে? কীভাবে কোথায় এপ্লাই করতে হয়? আরজে হওয়ার জন্য কি গ্রাজুয়েট হওয়া শর্ত? এ বিষয়গুলো যদি কারো জানা থাকে- তাহলে শেয়ার করেন না প্লিজ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.