আমাদের কথা খুঁজে নিন

   

আবোল তাবোল

মানুষকে বিশ্বাস করি,ধর্মকে বিশ্বাস করি , সততাই সর্বোত্তম এটাই যানি

আজ যেমন আবোল তাবোল লিখে চলেছি, পিচ্চিকালে করতাম ছড়াছড়ি! মানে ছড়া লিখতাম বিস্তর! সেগুলো পড়ে নিজেরই হাসি চাপা দায় হতো! তো যাই হোক। ফাকিবাজির চুড়ান্ত করার ফাঁকে ফাঁকে খানিক সময় পেয়ে, নিজের কাজ কর্ম শেষ করে গত রাতে যখন ঘুমুতে গেলাম, তখন হঠাৎ করে কয়েকটি শব্দ মাথায় ঘোরা ঘুরি শুরু করে দিলো। উঠে লাইট জ্বেলে সেসব টুকে না রাখা পর্যন্ত ঘুম আসছিলো না। তারপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দু’মিনিট যেতেই আবারো কিছু লাইন চলাফেরা করতে লাগলো চোখের পাতায়।

কী আর করা, আবারও লাইট জ্বালালাম, লাইন টুকলাম। তারপর মনে মনে বললাম, আর একবার যদি লাইন ঘুরাইছিস, তো গেছিস!! দিলাম ঘুম। সকালে উঠে জোড়াতালি দিয়ে যা বানালাম তা পড়ে আমি এবার আর হাসলাম না। কাঁদলামও না। বিহবল হলাম সৃষ্টির আনন্দে(!), হোক না তা আস্ত একটা ঘোড়ার ডিম! [,,,,,,,,,,,,,,ভুল হলে মাফ করবেন।

,,,,,,,,,]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।