আমাদের কথা খুঁজে নিন

   

আবোল তাবোল ছড়া

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

চাদ দেখলেই ক্ষিধে লাগে, জোছনা করি পান দু হাত দিয়ে জাপটে করি মৃত্যুকে খান খান। মেঘ দেখলেই আগ বাড়িয়ে আকাশ করি চুরি (পদ্য লেখা শেষ হলে পর একা একাই পুড়ি)। হৃদয় পুড়ে ছাই হয়েছে, পাজর পুড়ে খাক (স্বপ্ন পোড়া গন্ধে এখন জ্বলছে আমার নাক)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।