আমাদের কথা খুঁজে নিন

   

কথার বাঁশি-৬

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।

খিচুড়ি আর মুরগীর কোরমা দিয়ে দুপুরের খাবার সারলাম আজ। ভাল স্বাদের খাবার খেলে মনে অন্যরকম আনন্দ আসে। প্রায়ই ভাল-মন্দ রান্না করি। খেতে গিয়ে তৃপ্তিতে চোখ বুঁজে আসে। তবে অনেকখানি খাওয়া শেষে যখন পানি খাই, মনে হয় পানিই সবচেয়ে মজা হয়েছে খেতে! চাঁদে পানি থাকার ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে গত ১৩ই নভেম্বর। বিষয়টা নিয়ে শুধু বিজ্ঞানীরা নন, সাধারণ মানুষও বেশ উচ্ছসিত। পানি যখন পাওয়া গেছে, তখন অনায়াসেই সেখানে বসত গড়া যাবে, সবকিছুই নাকি করা যাবে! আমার মনটা খুব খারাপ হল সেসব শুনে। আমার দেশ নদীর দেশ, পানির দেশ। আমরা কেন তবে অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারলাম না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।