আমাদের কথা খুঁজে নিন

   

বালিশ পছন্দ করলো

আমার ব্যক্তিগত ব্লগ

গতকাল বিকালে শাফিনকে নিয়ে গেলাম হস্তশিল্প মেলায়, কর্নফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলিতে। কেনা কাটার কোন উদ্দেশ্য ছিল না। এমনি ঘুরতে গিয়েছিলাম শেখার সাথে। শাফিন খেয়াল করলো শেখা এটা সেটা নেড়ে চেড়ে দেখছে। সেও কিছু কিছু জিনিস পছন্দ করলো, নেড়ে দেখলো।

যেমন, পেন্সিল যার মাথায় প্লাস্টিকের খেলনা লাগানো, একটা হলুদ কমলা কম্বিনেশনের সালওয়ার কামিজ (এটা সম্ভবত: শেখার জন্য করেছিল, কারন ওকে ডেকে দেখানোর চেষ্টা করছিল), ডিপ মেরুন ওড়না (খুব টানাটানি করছিল, যদি ফেলে দেয় এই ভেবে শেখা হাত থেকে সরিয়ে দিয়েছিল) আর একটা বালিশ। ঠিক সুর্যমুখী ফুলের আদলের বালিশ। মাঝখানটা লাল গোল, চারপাশে হলুদ পাপড়ি, আর সাথে সবুজ পাতা। দোকানী মহিলা বললেন, কি বাবু? এটা নিয়ে ঘুমাবেন? শাফিন স্বভাব স্বুলভ সুন্দর একটা হাসি দোকানীকে দিয়ে দিল। আমি হাত থেকে যতবার বালিশটা নিয়ে রেখে দিচ্ছিলাম, ততবারই সে তুলে নিচ্ছিল।

তাই ঐ টেবিল থেকে সরে যেতে হয়েছিল। তবে "ছেলে ভাল" (ওর নানা সব সময় এটাই বলেন)। কান্নাকাটি বা জেদ করেনি কোন কিছু নেয়ার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।