আমাদের কথা খুঁজে নিন

   

১৯৬৯ সালেও নোটিশবোর্ড ব্লগিং করতো..... প্রমাণ সহ পোস্ট



সেই ১৯৬৯ সালের কথা, বাংলা ব্লগ তখন কোথায় এটা চিফ ছাড়া আর কেউ জানেন না ( তিনি বলেছেন এখনো নাকি আমরা ডার্ক এজে আছি আমরা সুতরাং তখন যে কই ছিলাম আল্লাহ মা'বুদ জানে খালি )........... সেই সময় এখনকার খুব কম ব্লগারেরই জন্ম হয়েছে.... যাই হোক, সামহোয়ারইনের আলোচিত ব্লগার নোটিশবোর্ড তখনও ব্লগিং করতো এটা কি আপনারা জানেন ???? না জানলেও সমস্যা নাই, এখনই জানবেন...... সেই সময় নোটিশবোর্ড জনাব রাশেদ কে দায়িত্ব দেন ব্লগিংয়ের জন্য ব্যবহার করা হবে এমন কিছু ইমোটিকন বানানোর(অবশ্যই ইউনিক)....... প্রতিভাবান সেই ডিজাইনারের হাত ধরে তৈরী হয় আমরা যতগুলো ইমো ব্যবহার করি তার সবগুলো...... এই সুখবরটি জানানোর জন্যে নোটিশবোর্ড প্রথম (এবং সম্ভবত শেষবারের মত) তার কোন লিখায় ইমোটিকন ব্যবহার করেন....ভালই চলছিল নোটিশবোর্ডের ব্লগ লাইফ...... .................. ............ ......... ..... ... . অতঃপর বাংলাদেশ স্বাধীন হয়.......দেশের সেরা সব নেতার মৃত্যু হয় এবং আরো অনেক কিছু হয়...... কালের বিবর্তে নোটিশবোর্ডের মাঝে ভারিক্কি চলে আসে, তিনি এখন সবার মুরুব্বী..... কোন সিদ্ধান্ত দেয়া কিংবা কোন ঘোষণা দেয়া ছাড়া তিনি আর তেমন একটা দেখা দেন না....... আজ তিনি অনেকটাই ইমোটিকন বর্জিত একজন মানুষ........ যাই হোক, অনেক কথা বলে ফেললাম...... এবার নোটিশবোর্ড যে ১৯৬৯ সালেও ব্লগিং করতো সেটার প্রমাণ দেই: শেষ এডিটের তারিখটা দেখুন: ৩১শে ডিসেম্বর, ১৯৬৯ সুতরাং প্রমাণিত হল যে, নোটিশবোর্ড ১৯৬৯ সালেও ব্লগিং করতো..... সেই সময়কার ব্লগাররা কোথায় /??? কারা কারা ব্যান খেয়েছেন সেসময় এটাও জানতে চাই...... *************** তারিখটা কোডিংয়ে কোন একটা বাগের কারণে এরকম দেখাচ্ছে.... তবুও মনে হল এটা অথরিটিকে জানানোর মত কিছু না উল্টা শেয়ার করা উচিত সবার সাথে তাই এই ব্লগ লিখা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.