আমাদের কথা খুঁজে নিন

   

একদিন ঝড় থেমে যাবে

মানুষ তার নিজের সত্যাসত্য নির্ণয়ের মাপকাঠি

লিখেছেন : শান্তনু চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার এক ভালো বন্ধু আছিল। ও আমাকে বলতো 'হতাশাবাদী'। নভেম্বর ডিসেম্বর মাস আসলেই কথাটা ওর মুখে বেশি উচ্চারিত হতো। এখনও এই মাসগুলো আসে। কিন্তু হতাশাবাদী বলার কেই নাই।

কেনো এমন হয়। কেনো কোনো বন্ধু অন্যের কাছে চলে যায়। নষ্টালজিক জীবন মাঝে মাঝে পেয়ে বসে। বালকবেলার গান এসে ভর করে। বিলে বিলে ধান কুড়াতে যাওয়া।

সকালে উঠে গোল হয়ে বসে আগুন পোহানো। সবইতো একই গল্প। এরপরও কেনো মনে হয় প্রতিটি গল্প আলাদা। নাটকের মানুষগুলো আলাদা বলেই কি ? শীতের জোৎস্না রাতে ঝিক ঝিক আওয়াজ তুলে শাটল ট্রেন ছুটে যেতো। রেললাইনের দুপাশে জোনাকিরা বড় বেশি আলো ছড়িয়ে আলোকিত করতে চাইতো আমাদের।

আসলে কি খুব বেশি আলোকিত হতে পেরেছি আমরা। মাঝে মাঝে গ্রামে ফিরে যেতে ইচ্ছে করে। মুঠোফোনে চেনাজানা মানুষগুলোর নানা খবর আসে। কখনো কেউ কেউ জীবন নাটক থেকে হারিয়ে যায়। আবার তৈরি হয় নতুন নাটক, এভাবেই বেঁচে থাকা।

এভাবেই হয়তো বেঁচে থাকতে হয়। আসলে বেঁচে থাকার অভিনয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.