আমাদের কথা খুঁজে নিন

   

বিরহী বাতাস

আমি হয়ত মানুষ নই,মানুষগুলো অন্যরকম।

১. কৃষ্ণ ঠোঁটে উষ্ণ হাসি,এঁকে ছিলে ফাটাফাটি, আমার সাথে হৃদয় নিয়ে করেছিলে মাতামাতি। ২. পড়ন্ত বিকেলে ঘুমন্ত আদরে কেউ ডাকেনি কাছে তবু আমার মুখখানায় তার আদর মাখা আছে। ৩. তপ্ত আকাশ মত্ত করে যখন তখন ছন্দ তুলে জ্বালিয়েই যখন যাবে চলে শূন্য আকাশ মাতাল হবে। চলেই যদি যাবে তবে হাত বাড়িয়ে ডেকে ছিলে যবে মনেই কেন রাখনি তুমি,আমার কষ্ট হবে। ৪. ভাল না বেসেও আমি ভালবাসা পেলাম কাছে না এসেও আমি তোমায় হারালাম। ৫. কষ্ট পেয়ে নষ্ট হবো এতো কষ্ট কোথায় পাবো তোমার কাছে তাই চেয়েছি ধার ভালবাসা না দিয়ে ফিরিয়েছো কষ্ট না দিয়ে ফিরিওনা আর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।