আমাদের কথা খুঁজে নিন

   

বিরহী মেঘ

www.nahidlink.com

মনের মাঝে প্রেম ঝলমল করে নীল স্বপ্নে। বয়সের স্তরে স্তরে জাগরণ মীমাংসার সাথে হ্যদতা বন্ধন করে। চোখ-মুখ হ্যদয়ের গ্রনহনায় ব্যাপক উজ্জ্বলতা বাড়ায়। কেশ বিন্যাস বাতাসে বাতায়নে ঘর সমৃদ্ধ শ্রেনী গোত্র আছে। তা বলে সকলের সুস্থ বিবেক প্রেমের মুকুল প্রস্ফুটিত করে সাথে সাথে বৃন্তচু্যত করা খুবই দোষনীয়।

যুগের পথ চেনে যারা চলে তারা মনবিক জ্ঞানে সমৃদ্ধ জীবন যাপনের দিশারী হয়। সকলের মধ্যে একটা অস্তিত্ব বালূ চরের মতো জেগে উঠে। অবসরে নিরলসে স্বপ্নের নকশীকাথায় স্মৃতির সুখগুলো ঝলমল করে উজ্জ্বলতায়। প্রেমের ডালপালা টিনেজকে নাড়া দিয়ে ক্রমশ উধ্বমুখী হয়,মন বাড়ে, শরীর বাঢ়। ে মৌমাছি ভিড় করে।

এসব কোনটা কালতলীয় নয়, বাস্তবতার নিরিখে দেদীপ্যমান। বয়সের সাথে প্রেমের যে আপ্যায়ন ওতপ্রোতভাবে তা মাধুর্যতায় মাঝে মাঝে শরীর ঝংকার দেয়। তা থেকে জীবন উৎসর্গের যন্ত্র আওড়ানো সময়ের ব্যাপার কেবল। প্রেমের মহত্ত্বকের আকর্ষণীয় করে ধরে রাখার জন্য অপেক্ষা করা ক্ষণের,মূহুর্তের। এই দুর্গতি ব্যাধির মহৌষদ হ্যদয়ে তৃপ্তি জাগরণ করা।

ঝড় তোলা তুফানের চেয়ে প্রবলাকার। জীবন থেকে প্রেম বাড়ে। প্রেম থেকে মহিমা বাড়ে। এক্ষেত্রে তাড়াহুড়া করার প্রয়োজন নেই। প্রয়োজন বলতে বুঝায় উৎসর্গের অভিব্যক্তি।

বিরহী মেঘের সংঘাতে যেমন বৃষ্টি ঝরে, তেমনি বিরহী মনের দৃষ্টিতে অশ্রু পড়ে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।