আমাদের কথা খুঁজে নিন

   

বিরহী জর্নাল

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বিরহী জর্নাল/ শেখ জলিল ছলছল কলকল, কলকল ছলছল আশার প্রপাত থেকে উঠেছিলো একটানা সুর নিসর্গের তন্বী-দেহ সাতরং শাড়ীটা জড়ালে সেই কবে এ বুকের সবুজ জমিনে গোলাপের গা থেকে হঠাৎ ঝরেছিলো একটা শিশির। কথা ছিলো তোমাকে পেলেই ভ্রান্ত নাবিকের হাতে পথের সন্ধান দেবে একটা উজ্জ্বল ধ্রুবতারা তারাদের ধ্যানছুট পথে ঈশান থেকে নৈঋতে হেঁটে যাবে একটা দুধেল গাভী তুমি এলে সর্ষে বাগান আরেকটু হলুদ হবে নীলাভ পাখায় এলোমেলো উড়বে এক ঝাঁক ভ্রমর। সাতরং শাড়ী খুলে গেলে ভরপেট মধুখোর দল ক্রমান্বয়ে ছেড়ে যায় প্রকৃতি নিলয় পাতার মর্মর নিয়ে জারুলের বনে ঢোকে শুষ্ক হাওয়া চোখের কার্নিশে ফাগরং মেখে ঘরে ফেরা হয় না শুধু একটি ভ্রমরের। তোমাকে না পাওয়ার ব্যথায় কাজলা মেঘের ছায়া থেকে নিরুদ্দেশ হয় বিরহী চাতক মগজের দীঘল উঠোনে আশার পায়রাগুলো আহার খোঁজে না দিনভর তোমার বিরহে সাহারার থেকে লু-হাওয়া ঝরায় বুকের সবুজ জ্যোৎস্নার আকাশ থেকে বনের আড়ালে খসে পড়ে চাঁদ চোখের পাতার ঘুম কেড়ে নেয় টিকটিকির কর্কশ ডাক তুমি নেই বলে কলকল ছলছলহারা আশার প্রপাতে বাচ্চা নিয়ে দ্বিধাহীন ঘুমায় বন্য বেড়াল। ০২.০২.৮৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।