আমাদের কথা খুঁজে নিন

   

বিরহী গীত নেমে আসে ঝিনুকের গভীরতায়...



ছোট বেলায় খেলতে খেলতে কলসি ফুল জোগার করার নেশায় প্রায় দিনই ঢোকে যেতাম পৌরসভার সীমান্ত গোরস্থানে। সেই কথা মায়ের কানে উঠলে মা দিত... তবুও লুকিয়ে চুরিয়ে কতবার গোরস্থানে গেছি! ডানাওয়ালা পরীর গল্পের মতো তীব্র টেনে নিয়ে গেছে সেই হালকা বেগুনি ফুল... । যদিও ভেবেও উত্তর পাইনি গোরস্থানে এতো ফুল কীভাবে ফোটে? যারা মরে যায় তারা তো তারা হয়ে আকাশে মিটমিট করে... এখানে তবে ফুল ফোটার কী কারন! .....এখনো গোরস্থান আমায় টানে। দাদীর ছোট ছোট সাদা চুল, বুকের ভেতর রাত নামিয়ে দেয়া দাদীর মুখের গীত গোরস্থানে টেনে নিয়ে যায়... আকাশে সহসাই ঝরে পরা তারাদের অনন্ত শূন্যতা ঘিরে একটি বিরহী গীত নেমে আসে ঝিনুকের গভীরতায়....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।