আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বামমোর্চার বিক্ষোভ মিছিল-সমাবেশ অনতিবিলম্বে গার্মেন্ট শ্রমিক হত্যাকারী নিপ্পন গার্মেন্টসের মালিক ও পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহত শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা করাতে হবে। পঙ্গুদের প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ সকল শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে। সরকার যদি এঘটনার সুরাহা করতে ব্যর্থ হয় তাহলে শ্রমিকরাই করতে বাধ্য হবে। যাদের শ্রম আর ঘামে দেশের প্রবৃদ্ধি অর্জিত হয়, সেই শ্রমিকের ন্যায্য অধিকার জন্য গণতান্ত্রিক বামমোর্চা তার আন্দোলন অব্যহত রাখবে। আজ বিকেল ৫ টায় টাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে গণতান্ত্রিক বামমোর্চার বক্তারা এসব কথা বলেন। বামমোর্চার প্রধান সমন্বয় সাইফুল হকের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক আন্দোলনের যুগ্ম আহবায়ক কামরুল আলম সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক, জাতীয় গণফ্রন্টের সহ সমন্বয়ক নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আব্দুস সালাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (খালেকুজ্জামান) এর কেন্দ্রিয় কমিটির বর্ধিত সদস্য জুলফিকর আলী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রিয় কমিটির নেতা ফিরোজ আহম্মেদ, বাসদ (মাহাবুব) এর নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, সিপিবি-এমএল এর নেতা পাঠক লাল গোলদার প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.