আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ



জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ সোমবার। আগে দিনটি সরকারিভাবে পালিত হলেও ২০০৩ সালে অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির উদ্যোগে প্রতিবছর স্বেচ্ছায় রক্তদান ও চক্ষুদান দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘এসো জাগাই লক্ষ প্রাণে করি সবে অঙ্গীকার, আমার রক্ত দেবে জীবন, দৃষ্টি ঘোচাবে অন্ধকার’। এই দিবসের তাত্পর্য তুলে ধরে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলন এবং সন্ধানী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। এর আগে সকাল নয়টার দিকে শাহবাগ থেকে প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা বের হবে। একই সময়ে সারা দেশে এই শোভাযাত্রা হবে। আজ সকালে দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির যুগ্ম মহাসচিব সহকারী অধ্যাপক মনিলাল আইচ লিটু প্রথম আলোকে বলেন, মরণোত্তর চক্ষুদানকারীদের কাছ থেকে কিংবা বেওয়ারিশ মৃত ব্যক্তির কাছ থেকে চোখ সংগ্রহ করে দুস্থ অন্ধদের বিনামূল্যে কর্নিয়া সংযোজন করে আসছে সমিতি।

একইভাবে রক্ত সংগ্রহ করে তা মানুষকে সরবরাহ করে জীবন বাঁচাতে সাহায্য করছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সমিতি সারা দেশে ১৫৩টি চোখ সংগ্রহ করে ১২৭ জন অন্ধের কর্নিয়া সংযোজন করেছে। একই সময়ে সারা দেশে ২৫ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে। ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত সাড়ে চার হাজার কর্নিয়া সংগ্রহ করে সমিতি। সমিতির নেতারা বলেন, ৬ বা ১২ ঘণ্টার মধ্যে চোখ সংগ্রহ না করলে কর্ণিয়া সেলের সংখ্যা কমে যায়।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.