আমাদের কথা খুঁজে নিন

   

রসিক ডাকাত!

working in DPL সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহীদ আলী নামে যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুধু ডাকাতিই নয়, ডাকাতরা ডাকাতি শেষে ওই বাড়িতে ডিম ভাজি করে ভাত খেয়েছে এবং পরবর্তীতে তারা যেন আবারও সফলতার সঙ্গে ডাকাতি করতে পারে, তার জন্য শাহীদ আলীর মায়ের কাছে দোয়াও চেয়েছে! ডাকাতদের এরকম রসিকতার কথা জানিয়েছেন ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ১৫ থেকে ২০ জনের ডাকাতদল শরীফগঞ্জ গ্রামে প্রবাসী শাহীদ আলীর বাড়িতে তার মা ও বোনকে জিম্মি করে ১২ ভরি সোনার গহনা, নগদ ১৫ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন লুটে নেয়। এর পর তারা ডিম ভাজি করে ভাত খায়। যাওয়ার আগে ডাকাতরা শহীদ আলীর মায়ের কাছে পরবর্তী ডাকাতির সময় যেন তারা সফল হতে পারে, তার জন্য দোয়া চায়।

এর পর ওই ডাকাতরা পার্শ্ববতী গ্রাম দক্ষিণ ফুলবাড়ির দুবাই প্রবাসী নানু মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় কলাপসবিল গটে ভাঙার শব্দ পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতদল পালিয়ে যায়। পরে গ্রামবাসী জড়ো হলেও ডাকাতদলকে ধরতে পারেননি। ফেঞ্জুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, “ওই বাড়ির ঘরের কলাপসবিল গেইট ও দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি হয়। ” ওসি আরো জানান, একই রাতে ডাকাতরা পাশ্বাবর্তী আরেক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি। তথ্যসূত্র: বিডিনিউজ২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।