আমাদের কথা খুঁজে নিন

   

'রসিক' পোস্ট

কুয়াশার মত জীবন আমার... এই আছি তো এই নাই !! অনেকের কাছে শুনেছি তারা প্রথমে এই 'রসিকে'র ব্যাপারটা বুঝতেই পারেন নাই, তারা নাকি ভেবেছিল পত্র-পত্রিকায় মজা করে কিংবা অন্য কোন কারনে বোধহয় এইটা ব্যাবহার করা হচ্ছে । . . . . . . . . . . রংপুর সিটি কর্পোরেশনের ডাক নামটা (সংক্ষিপ্ত রূপ) আমার খুব পছন্দ হয়েছে । 'রসিক' !! হা হা হা ! লিখিত আকারে যখন দেখছি, "রসিক নির্বাচনে মেয়র হলেন অমুক, অমুক নং ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হলেন তমুক "; ব্যাপক মজা পাচ্ছি । আমার কাছে মনে হচ্ছে মেয়র-টেয়র না আমরা রংপুরবাসি রসিক নির্বাচন করেছি, যে যত বেশি রসিক মানুষ সে তত বেশি ভোট পেয়ে রংপুরের সেরা রসিক নির্বাচিত হয়েছেন ! সব শেষে আক্ষেপ শুধু একটাই, জীবনের প্রথম নিজের ভোট-টাই দিতে পারলাম না । ভোট দিতে না পারার সেই আক্ষেপও থাকবেনা যদি দেখি নির্বাচিত মানুষেরা রংপুরের 'মডেল সিটি কর্পোরেশন' নামটার সার্থকতা রাখতে পারছেন । মনে হচ্ছে নির্বাচিত মেয়রকে দিয়ে কাজ হবে, নির্বাচিত হয়েই ঘোষণা দিলেন যে রংপুরের মানুষকে সাথে নিয়ে আন্দোলন করবেন ছয় মাসের মাঝে গ্যাস আনার জন্যে । মারহাবা মারহাবা !! ঝন্টু দাদু, চলেন আন্দোলনে চলেন । সবাই মিলে আন্দোলন করব, একে একে প্রানের দাবী সব আদায় করেই ছাড়ব । পুনশ্চঃ ঝন্টু হলেন আমাদের নির্বাচিত প্রথম রসিক (মেয়র), সম্পূর্ণ নামটা এই মুহূর্তে মনে করতে পারছিনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।