আমাদের কথা খুঁজে নিন

   

রসিক রবীন্দ্রনাথ



যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাববাদ, প্রকৃতিবাদ বা দার্শনিক রূপের মোহে মোহিত, এই পোস্ট তাঁহাদের জন্য নহে। যাঁরা সব কিছুতে এক্টু রসের সন্ধান করেন, তাঁদের জন্য স্টার্ট আপ... বাকীগুলো আপনারা খুঁজে নেন। এও এক বিশাল রত্ন ভান্ডার। তাঁর রচিত কয়েক খান ছোট্ট গানের উদাহরন দেই, দুঃখের বিষয় এগুলোর রেকর্ড জোগাড় করা সম্ভব হয়নি। কারো কাছে থাকলে শেয়ার করবেন ;; সবগুলো "চিরকুমার সভা" থেকে নেয়া ৬২. যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ।

ডিশের পরে ডিশ শুধু মটন কারি ফিশ, সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার রয়াল ডোজ। পরের তহবিল চোকায় উইলসনের বিল- থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ। ৬৩ অভয় দাও তো বলি আমার Wish কি- একটি ছটাক সোডার জলে পাকি তিন পোয়া হুইস্কি। ৭২ স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে- পিছে পিছে আমি চলব খুঁড়িয়ে, ইচ্ছে হবে টিকির ডগা ধ'রে বিষ্ণুদূতের মাথাটি দিই গুঁড়িয়ে। ------ খুব পরিচিত একটা গান, " তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও" (বিচিত্র ১৩১)।

গানটার কথা গুলো খেয়াল করে শুনেছেন? পুরোপুরি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বখাটে ছোকরাদের মনে পথ ধরে সুন্দরী ললনারা দল বেঁধে চলে গেলে যে অনুভূতি হয়, এটা তারই বহিঃপ্রকাশ। Click This Link ---- দুঃখ লাগে আমাদের অধিকাংশ শিল্পী গানের ভাব না বুঝেই রবীন্দ্র সংগীত কে এমন ঘুম পাড়ানি গান বানিয়ে ছাড়েন, যে স্বয়ং ঠাকুর বেঁচে থাকলে বুঝতে ভুল করতেন, এটা আসলে তাঁর কোন গানটি গাওয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।