আমাদের কথা খুঁজে নিন

   

আসছে অ-ইংরেজী ডোমেইন নেমঃ ওয়েব এড্রেস নিতে পারবেন বাংলায়!

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
২০০৮ সালে আইক্যান (ICANN-The Internet Corporation for Assigned Names and Numbers ) উদ্যোগটি হাতে নেয়..নন-ল্যাটিন অক্ষরে ডোমেইন নেম চালুর প্রস্তাবনা...আজ দক্ষিণ কোরিয়াতে আইক্যানের প্রেসিডেন্ট একে বলছেনঃ the biggest change technically to the internet since it was invented 40 years ago ৩০ তারিখের সভায় চূড়ান্ত অনুমোদন পেলে নভেম্বরের ১৬ তারিখ প্রথম আবেদনটি গ্রহণ করা হবে...সব ঠিক-ঠাক থাকলে ২০১০ এর মাঝামাঝি আসবে নন-ল্যাটিন ডোমেইন নেম। এর ফলে বাংলা, হিন্দী, আরবী, চাইনিজ, থ্যাই ইত্যাদি ভাষায় ডোমেইন নেম বানানো যাবে.... মোট ইন্টারেনেট ব্যবহারকারী লোকের অর্ধেকের লিখনীতে ল্যাটিন অক্ষর ব্যবহৃত হয় না.. যারা দেশের আইটি ব্যবসায় জড়িত....প্রস্তুতি শুরু করতে পারেন!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.