আমাদের কথা খুঁজে নিন

   

জামাত'কে নিষিদ্ধ ঘোষনা কি সঠিক সিদ্ধান্ত?

টিভি'র খবরে দেখলাম পাকিস্তানে বোমা হামলায় ৬০ জনের অধিক নিহত, সহস্রাধিক আহত। তক্ষুনি মনেহল জামাত যে ধরনের দাঙ্গাবাজ দল তারা কি নিষিদ্ধ হলে এমনই ভয়ংকর হয়ে উঠবে না? ওদের অস্ত্র আছে, বোমা আছে আর আছে কিছু মগজধোলাই হওয়া একনিষ্ঠ কর্মি। এরা পারেনা এমন কোনও কু-কর্ম নেই। অন্যদিকে বাংলাদেশের সাধারন জনগন নিরিহ ছাপোষা। তারা রাজনীতি বোঝেনা, অস্ত্র বোঝেনা, বোঝেনা বোমাবাজি।

জামাত'কে নিষিদ্ধ করে এই নিরিহ সাধারন জনতাকে আমার জামাতে'র আক্রোষে'র মুখে ফেলতে যাচ্ছি কি না সেটাও ভাবা প্রয়োজন। ভেবে দেখুন, দেশের মোট জনসংক্ষার প্রায় ৩%-৪% জামাত-শিবিরের দোসর। এদের নিষিদ্ধ করার অর্থ এরা গা ঢাকাদেয়া আর আন্ডারগ্রাউন্ড থেকে কর্মযগ্য চালিয়ে যাওয়া। এরা মানুষ হত্যায় এতটাই পারদর্ষি যে প্রয়োজনে নিজের জান বাজি রেখেও মানুষ হত্যা করতে এদের কোনও ভয় নেই। আমি ভয় পাচ্ছি এমন সংগঠিত একটি হিংস্র দলকে নিষিদ্ধ করা এবং ক্ষেপিয়ে দেয়াটা যৌক্তিক হবে কি না।

সরকার সাধারন/নিরিহ জনগনে'র জানমালের পুর্ন নিরাপত্তা দেয়ার মত যথেষ্ট শক্তিশালি কিনা সে ব্যপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি আশা করব সিদ্ধান্ত যাই হোক দলমত নির্বিশেষে সবাই দেশের স্বার্থ'কে সর্বাগ্রে প্রাধান্য দেবে। সব রাজনৈতিকদলগুলো দেশের এই ক্রান্তিলগ্নে একসাথে বসে ঐক্যমতে পৌছে দেশের জন্য দেশের মানুষের জন্য সবচেয়ে ভালো যা হওয়া উচিত তাই সিদ্ধান্ত নিবেন: জামাত'কে জাতীয়ভাবে বর্জন করবেন। তবে নিষিদ্ধ করার আগে ভালোভাবে ভেবে দেখবেন এমন সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময় কি না? স্বাধীনোত্বর প্রজন্ম জেগে উঠেছে। এবার জেগে ওঠার পালা আমাদের দেশপ্রেমিক রাজনৈতিক নেতা-কর্মীদের।

"ওরে নবীন ওরে আমার কাঁচা আধমরাদের ঘাঁ মেরে তুই বাচা। " আমি আহ্বান জানাই আমাদের দেশপ্রেমিক রাজনৈতিক নেতা-কর্মীদের। আপনারা প্রমান করুন রবিঠাকুরের সেই আধমরা নন আপনারা। পুরোদেশ তাকিয়ে আছে আপনাদের মুখের দিকে। আপনাদের আজকের ঐক্যই কেবল প্রমানকরতে পারে অর্থের জন্য নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, আপনার রাজনীতি করেন দেশের জন্য দেশের মানুষের জন্য।

দেশ প্রেমিক হওয়ার এমন সুযোগ হারাবেন না। প্লিজ! আমি হলে অন্তত এমন সহজ সুযোগ হারাতাম না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.