আমাদের কথা খুঁজে নিন

   

অকারন অবান্তর আবজাব



আগেই সাবধান করে দেয়া দরকার এটা একটা অফানিয় অকারন অবান্তর আবজাব পোস্ট। এখানে গদ্য বা পদ্য লেখার কোনো চেষ্টা নাই, হুদাই ফাউ ফাউ বকবক। একটা সিনেমা দেখেছিলাম, নাম মনে নাই হয়তো জিব্রাজ ইন আমেরিকা, অথবা চিম্পস ইন আমেরিকা, এরকম কিছু হতেও পারে, আবার নাও হতে পারে। সিনেমার নায়ক এই নামের একটা কার্টুন একেছিলো।

সেটা হঠাৎ এক প্রকাশকের খুব ভালো লেগে গেলো, এবং নায়ক আন্দাজেই দরাদরি করে এক এর বদলে দুই মিলিয়ন ডলারে কার্টুনটা বিক্রি করে দিলো। ঘটনা হলো নায়ক দিনরাত বাপের কাছে ঝাড় খায় - বেকার বলে। তার ভাইয়েরা রোজ সেজে গুজে টিফিন নিয়ে কাজে যায়। সেই শুধু ফাউ ঘুরাঘুরি করে বেড়ায়। বাপের কাছে ঝাড় খেতে খেতে তার জীবন অস্থির।

দুই মিলিয়ন টাকা পেয়ে সে ভাবলো এবার বাপকে একটা শিক্ষা দেওয়া দরকার। আর্কিটেক্টকে বললো এমন ব্যবস্থা করো যেন বাপ ঘুম থেকে উঠেই মরুভূমির মধ্যে পড়ে যায়। আর্কিটেক্ট বললো মরুভূমি তে তাদের বাড়ির মত বাড়ি বানিয়ে দেবে - নায়ক রাজি না। বাপ একটু এদিক সেদিক হলেই টের পায়। শেষ মেষ বাড়িটাই তুলে নিয়ে মরুভূমিতে বসানো হলো।

মেলা টাকা খরচ হলো এটা করতে - মনে হয় পুরো টাকাই শেষ হয়ে গেছিলো। বাপ যথারীতি ধরা খেলো। বালির মধ্যে পড়েই ছেলেকেই ডাক দিলো - বল কি তালগোল পাকাইছিস বল। ছেলে বলতে গিয়ে দুটা শব্দর বেশি শেষ করতে পারলো না বাপে কয়, চাকরি পাইছিস!!!!! সেই যে জড়ায়ে ধরলো বাপ ছেলেরে আর মরুভূমির জঙ্গিরা জিম্মি করা কিংবা সিআইএর বিশেষ অপারেশনে তাদের ছাড়িয়ে আনা, দেশে তাদের সম্মানে দেয়া যত অনুষ্ঠান কোথাও আর ছাড়া ছাড়ি নাই। একেবারে ঘরে পৌছানো পর্যন্ত।

সিনেমার নাম মনে নাই বলে লিন্কু মিন্কু দিতে পারলাম না। ব্লগে অনেক লেখা এমন যে পড়লেই মনে হয় লিখি এমন একটা। এটা হলো ভালো লাগা - ইন্সপায়ারড হওয়ার মত ভালো লাগা। কিছু কিছু কবিতা, আছে কয়েকটা গল্প আছে, অনেক সময় মন অনেক ভালো করে দেয় সেগুলো। মন ভালো হওয়ার পরই মনে হয় আরে আমিও একটা সাজাই না এমন করে একবার।

অন্য কোনো কারনে না শুধু অনেক ভালো লাগছে বলেই। এমন নকল করে শব্দ সাঁজাতে চাইলে মাঝে মাঝে দুই একটা শব্দ মনে পড়ে, অথবা কিছুই আসে না। যখন দুই একটা শব্দ মনে পড়ে তখনো কিছুতেই একটা লাইন হতে চায় না। এযাবৎ হয়নি। এমনিতে লিখি কিভাবে? যখন অনেক বলতে চাই তখনো কি লিখতে পারি? কোনো ভাবে চালাকি করে সেভাবে লেখা যায় না প্রতিবার যখনই লিখতে ইচ্ছা হবে।

বুঝিনা এখনো। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ভেবেছিলাম লিন্ক পেয়েছি কিন্তু স্টোরি লাইন তো মিলছে না। কেমনে কি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.