আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় ঐক্য রুখবে দারিদ্রঃ কানাইঘাট সিলেট।

Digital Bangladesh Warriors - fb.com/openbd
স্থানঃ মধ্য বাজার কানাইঘাট সিলেট। আজ ১৭ অক্টবর ২০০৯, কানাইঘাট মধ্য বাজারে তিন রাস্তার মাথায়, রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে দুইটা উচা টেবিলের উপর টেলভিশন রেখে, আর রাস্তার এদিক ওদিক দুই তিনটা মাইক। এদিকে মাক্রফোনটা টিভির স্পিকারের সামনে ফেলে রাখা। সমগ্র বাজারে কয়েক হাজার গ্রামের লোক। সরাসরি সম্প্রচার, PM Sheik Hasina Spoke to Kanaighat at Moddho Bazar. Villagers heard how it is an english speech by UN representative. আমাদের গ্রামের মানুষের জন্য ডিজিটাল বাংলাদেশ-গুলি এরকমই সহজ এবং যথেষ্ঠ বর্তমান প্রয়োজনের তুলনায়।

সমস্ত উপজেলায় সম্প্রচার করতে হবে ? এই ছেলরাই পারবে তারা শুধু মাক্রোফোনের পিছনের তারটা ছাদের উপর ঐ এন্টিনাটার সাথে লাগিয়ে দিবে। পুরো ৫০০ বর্গ কিঃমিঃ এবং সবচেয়ে দুর্গমতম লোকেশনেও লাইভ। রেডিও কানাইঘাট FM 100.1 এবং আরও কয়েকটা ফুল টাইম লাইভ। এই মাইক্রোফোনটি তাই চেয়েছিল ডিজিটাল ফুটবল টুর্নামেন্ট ২০০৯ আয়োজনে। কোন কথাই বলা হয়নি আজও, অনেক কথা বলার আছেঃ গ্রামের মাঠে হাওরে আর ঘরে।

একসাথে থাকি একসাথে কথা বলি একসাথে বাঁচি। বিঃদ্রঃ কমিউনিটি রেডিও নীতিমালা নামে একটা আইন আছে আমাদের। সরকারের এটা দেখা খুবই জরুরী। ডিজিটাল বাংলাদেশ পর্ব-৩
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.