আমাদের কথা খুঁজে নিন

   

আত্মীয় না রক্তীয়?

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

আত্মার/ 'আত্ম'র কাছে যে তারই তো আত্মীয় হবার কথা। কিন্তু একটু ভেবে দেখুন রক্ত সম্পর্কিত বা নিদেন পক্ষে বিবাহের মাধ্যমে সম্পর্কিতদেরই আমরা বলি আত্মীয়! আমার সতীর্থ, আমার বঁধুয়া, আমার সহকর্মীদের আত্মীয় বলিনা, যদিও তারাই অনেক সময় হয়ে ওঠে ঘনিষ্ঠতরো। আমার তো মনে হয় রক্তের মাধ্যমে সম্পকিতদের আমাদের রক্তিয় বলা উচিৎ। আর শশুরবাড়ির লোকদের এক ছাঁচে না ফেলে বিশেষ সম্পর্কেই সম্বোধন করা সঠিক (শশুর, বেয়াই, ননদ, শ্যালিকা, তালোই ইত্যাদি)।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.