আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী রশিদ দিয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় !!!!!



শাকির হোসাইন সুনামগঞ্জ : স্বাধীনতার ৩৮ বছর পরও সুনামগঞ্জে এখানো ইস্ট পাকিস্তান সরকারের রশিদ (ডিসিআর ফরম) দিয়ে জরিমানা আদায় করছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবারও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার সময় তিনটি বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেন এবং তাদের কাছ থেকে পাকিস্তান সরকারের রশিদ দিয়ে জরিমানা আদায় করেন। সরকারের এ রশিদটি এখনো পরিবর্তন না হওয়ায় ােভ প্রকাশ করেছেন জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার শহরে ভ্রাম্যমান আদালত অভিযানে বের হন। আদালত অভিযান চালিয়ে শহরের উকিলপাড়া এলাকার ফারুক বেকারিকে ১০ হাজার, ডিএস রোডের জালালাবাদ বেকারিকে তিন হাজার টাকা এবং স্টেশন রোডের পিকক বেকারি পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আদালতের প থেকে এসব প্রতিষ্ঠানে দেওয়া জরিমানা আদায়ের রশিদের উপরে লেখা রয়েছে, ‘এঙঠঊজঘগঊঘঞ ঙঋ ঊঅঝঞ চঅকওঝঞঅঘ্’ । নিচে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরীর স্বার ও সিল রয়েছে। সুত্রটি আরো জানায়, জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মোবাইল কোর্ট পরিচালনার জন্য একটি করে রশিদ বই দেয়া হয়। সেগুলো সরকারী ছাপাখানা থেকে ছাপানোর কথা। আজ অবধি ওই ফরম কিভাবে আছে তা নিয়ে ােভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ঠ অনেকেই।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জহির উদ্দিন আহমেদ জানতে চাইলে তিনি বলেন,‘মনে হয় পুরোনো প্রিন্ট যেগুলো ছিল এখনো সেগুলো দিয়ে কাজ চলছে। ওরা (ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট) হাতে ইস্ট পাকিস্তান কেটে বাংলাদেশ লিখে দিলেও পারত। তিনি আরো জানান, সরকারের আদেশে আছে যেখানে পাকিস্তান লিখা আছে সেটি বাংলাদেশ বলিয়া গন্য হবে। এরপরও বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি। ’



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.