আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় ৭২

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। স্ত্রী--তুমি আমার কোন আত্মীয়-স্বজনকে দেখতে পারো না,সকলকে ঘেন্না করো।

স্বামী--এটা তোমার ভুল ধারণা, আমি তোমার মাকে ঘেন্না করি ঠিকই কিন্তু তোমার কলেজে পড়া ছোট বোনটাকে ভালবাসতে চাই। (২) সিনেমাতে একজন নামকরা অভিনেত্রী একজন সৎ ও আদর্শবান শাশুড়ির চরিত্রে অভিনয় করছিলেন। তাঁর অভিনয় দেখে সিনেমা হলে উপস্থিত মহিলারা নিজেদের শাশুড়ি কিম্বা বৌমা পরিচয় ভুলে গিয়ে হাপুস নয়নে কাঁদছিলেন। একজন তরুণী বললো--ইশ, আমি যদি অমন একটা শাশুড়ি পেতাম। তার পেছনের সিটে বসে থাকা তরুণটি বলে উঠলো-- আমার মা-ও ঠিক এই রকম।

(৩) মেয়ে--মা, তুমি ফ্লিমে নামার আগে ব্যান্ড বাজাতে? মা--না সোনা, কিন্তু এ প্রশ্ন কেন? মেয়ে--পাড়া-পড়শীরা বলে, বাবা নাকি এখনও তোমার কথায় নাচে। (৪) ডাক্তারবাবু--আপনি যে নিজেকে শাজাহান ভাবতেন, সেই অসুখটা সেরে গেছে আমার চিকিৎসায়। রোগী--তাই নাকি, তা আপনার মোবাইলটা একবার দিন তো। ডাক্তারবাবু--কেন, কাউকে ফোন করবেন নাকি? রোগী--হ্যাঁ, মমতাজকে সুখবরটা জানাই। (৫) তুষার--আমার লেখা গল্পটাতে ফিনিশিং টাচ দিই কি ভাবে? বাউল--একটা লাইটার জ্বেলে লেখাটার নিচে ধরো।

বাক্য সংকোচনের কয়েকটি উদাহরণঃ গরুর বাসনা=গবেষণা যে নারীর অন্তরে ধন=ধনন্তরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।