আমাদের কথা খুঁজে নিন

   

ওড়না....

খুজে পেয়েছিলাম কিন্ত ধরে রাখতে পারি নি..।

গতকাল আমাদের বাড়িতে মামাতো বোন নিতু(১৯) ও খালাতো ভাইরা বেড়াতে এসেছে। রাতে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এমন সময় খালাতো ভাই শিহাব(৬) বলল নিতু আপু তুমি এমন করে ওড়না পড়েছ কেন ? নিতু বলল কেন ভাই ঠিকই তো আছে। শিহাব বলে না ঠিক নাই, বলেই উঠে গিয়ে ওর এক পাশ থেকে ওড়না নামিয়ে এক কাধের উপড় ঝুলিয়ে দিল। আর বলল "দেখ এই ভাবে ওড়না পরতে হয়।

একটা দুদু বের করে রাখতে হয়। " নিতু তো লজ্জায় মরে যায়। আমি বললাম "তুমি কোথায় দেখেছ এভাবে ওড়না পরা?" শিহাব বলে " কেন তুমি দেখনি..? বাইরে যাও দেখবে সব মেয়েরা ওভাবেই ওড়না পড়ে। " আমি ভেবে দেখলাম ওর আর দোষ কি। দোষ আমাদের।

ভেবে দেখুন আমাদের দেশের মেয়েরা বুকে ওড়না রাখতেই চায় না। আর যদিও রাখে তবে একটা, দেড়টা বা দুটোই বেড় করে রাখে। আপনার কি মত ওদের ওড়না পুরোপুরি রাখা উচিত, নাকি পুরোপুরি তুলে দেওয়া উচিত...?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.