আমাদের কথা খুঁজে নিন

   

ওড়না টানলো, সঙ্গীদের পেটালো ঢাবি ছাত্রলীগকর্মীরা

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন

Sun, Feb 21st, 2010 11:40 pm BdST Dial 2324 from your mobile for latest news ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথা বলতে রাজি না হওয়ায় এক তরুণীর সঙ্গীরাসহ পাঁচজনকে রোববার পিটিয়ে আহত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মীরা। জসীম উদ্দিন হল ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান জীবনের পক্ষের কর্মীরা রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ মারপিটের ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ওই উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে সঙ্গীদের নিয়ে ফিরছিলেন পুরান ঢাকার ওই তরুণী। এসময় তাকে উত্যক্ত করেন জীবনের পক্ষের কর্মী সেতু। এক পর্যায়ে তিনি মেয়েটির সঙ্গে কথা বলতে চান।

এতে রাজি না হয়ে চলে যেতে চাইলে তিনি তরুণীর ওড়না ধরে টানাটানি করেন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন ও তার সঙ্গীরা এগিয়ে আসে। তাদের সঙ্গে সংঘর্ষে জাড়িয়ে পড়েন সেতু, শামস, সোহান, বিপ্লবসহ উপস্থিত ছাত্রলীগকর্মীরা। তারা জসীম উদ্দিন হল, বঙ্গবন্ধু হল, এসএম হল ও মুহসীন হলের আবাসিক ছাত্র।

পরে হল থেকে আরো ছাত্রলীগকর্মী এসে তরুণীর সঙ্গীরাসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে। এ সময় তরুণী ও তার সঙ্গীরা দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। পরে জসীম উদ্দিন হল, মুহসীন হল ও জহুরুল হক হলের বিপুল ছাত্রলীগকর্মী ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুজি করে। এ ব্যাপারে সেতু বলেন, "গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিছু বহিরাগত আমাদের ওপর হামলা করে। পরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিলে পাঁচজন বহিরাগত আহত হয়।

" ঘটনাটি 'নারীঘটিত' নয় বলে দাবি করেন সেতু। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে তার 'পূর্ব পরিচিত এক মেয়ের' কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মেয়ের সঙ্গীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। " আব্দুর রহমান জীবন সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন। তিনি এ ঘটনার জন্য 'বহিরাগতদের' দায়ী করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.