আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যার কোরাস / তানিম কবির

হলদে পাখি হলুদ খামে আর আসেনা আমার বাড়ি। চাঁদবধুয়া চাঁদতনুতে আর পরেনা মেঘের শাড়ি।

সন্ধ্যার কোরাস তানিম কবির চির সূর্যাস্ত- তুমি আমায় বুকে নাও, আমি সন্ধ্যার অরণ্যে হারিয়ে যেতে চাই। কথোপকথনের তজবি অনেক তো গোনা হলো- এবার নৈঃশব্দ্যের গহ্বরে সমাহিত করো আমায়। প্রাচীন বিবমিষায় মজে গ্যাছে মন, হাত নেড়ে নেড়ে অনেক হলো বিদায়ী শ্লোগান। চির সূর্যাস্ত- গোধূলির দূরবর্তী হলদে বিষন্নতায় এবার আমারে বিলুপ্ত কর তুমি। সৌজন্যে: ফেনীর সাপ্তাহিক 'জহুর' পত্রিকার সাহিত্য আয়োজন 'কলাপাতা'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।