আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় ৭১

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) স্ত্রী--শুনছি, আজকাল স্বামীরা মাত্র একটা স্কুটারের বিনিময়ে নিজের স্ত্রীকে অপরের হাতে তুলে দিচ্ছে। তুমি সে-রকম কিছু করবে না তো? স্বামী--তোমার কি মাথা খারাপ।

একটা এরোপ্লেন পেলেও না। স্ত্রী--কেন এরোপ্লেন পেলে নয় কেন? স্বামী--এরোপ্লেন আমার দরকার নেই, তবে একটা কার পেলে বিষয়টিব ভেবে দেখতে পারি। (২) ডাক্তার--আচ্ছা খোকা, তুমি সারারাত কি স্বপ্ন দ্যাখো? খোকা--ক্রিকেটের স্বপ্ন ডাক্তারবাবু। ডাক্তার-অন্য কোন স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? খোকা--না, অন্য স্বপ্ন দেখলে আমি ব্যাটিং মিস করে ফেলবো। (৩) সজলএকবার ফুটবল খেলছিল।

গোলকিপার। তার ভুলে দল একটা গোল খেয়ে গেল। পাশে দাঁড়ানো বিরক্ত এক দর্শক বললো-- বলটা তোমার সামনে দিয়ে গোলে গিয়ে ঢুকে গেল, আটকাতে পারলে না? সজল--আমি না আটকালেও নেটটা তো আটকেছে। (৪) প্রথম কয়েদীঃ ভাই, আপনার কত বছর জেল হয়েছে? দ্বিতীয় কয়েদীঃ১২ বছর। প্রথম কয়েদীঃআপনার অপরাধ? দ্বিতীয় কয়েদীঃআমি গাইবান্ধার একটা ব্যাঙ্কে ডাকাতি করার পর ধরা পড়েছি।

আপনার কত বছর জেল হয়েছে? প্রথম কয়েদীঃ ১২ বছর। দ্বিতীয় কয়েদীঃআপনার অপরাধ? প্রথম কয়েদীঃ আমি ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। (৫) সখীঃ এখানে একটা বই পড়েছিল, জানি না বইটা কোথায় গেল! সুজনঃকি বই? সখীঃ একশো বছর বাঁচার উপায়। সুজনঃওটা আমি পুড়িয়ে দিয়েছি। সখীঃকেন? সুজনঃতা না হলে একশো বছর ধরে তুমি আমাকে জ্বালিয়ে মারবে।

(৬) সুজল ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে চট্রগ্রাম । এক ভদ্রলোক তার পেটে হাত বললেনঃ দাদা, এটা কি চট্রগ্রাম? সুজল বললোঃ না, এটা আমার ভুঁড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।