আমাদের কথা খুঁজে নিন

   

হাতের তালি দিয়ে অন অফ করুন আপনার যেকোন জিনিস....কি অদ্ভুদ:

ভাল লাগার ও না লাগার কিছু কথা

হাতের তালি বা শব্দ সাহায্য কোন কিছু অন বা অফ করা গেলে কেমন হয় নিশ্চয় মন্দ না । আমি আজ যে সার্কিট ডায়াগ্রাম টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এ দিয়ে আপনারা কাজ টি করতে পারবেন। এর কয়েকটি অংশ রয়েছে যেমন , সাউন্ড ট্রিগার জেনারেটর , ক্লক পালস জেনারেটর , ও ক্লক পালস কাউন্টার। হাতের তালি বা শব্দ গ্রহন করার জন্য একটি কন্ডেসার মাইক্রোফন ব্যবহার করা হয়েছে, ১নং ট্রানজিস্টারটি শব্দে এম্পলিফাই করা জন্য ব্যবহার করা হয়েছে। ক্লক পালস জেনারেটর তৈরী করা হয়েছে ৫৫৫ আইসি দিয়ে।

ক্লক পালস কাউন্টার তৈরী করা হয়েছে ৪০১৭ আইসি দিয়ে। ৪০১৭ আইসি টি কাজ পালস গণনা করা , কারন একবার হাত তালি দিলে ১ম আইসি টি একবার ট্রিগার করবে এর ফলে ২য় আইসির ২য় পিনটি ( ১ম আউটপুট ) হাই হয়ে যাবে এরপর আবার হাত তালি দিলে ২য় আউটপুট সক্রিয় হবে একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য আউটপুট গুলো সক্রিয় হবে। ৪০১৭ আইসিতে মোট ১০ টি আউটপুট রয়েছে,প্রয়োজন মতো যে কয়টি ইচ্ছা সে কয়টি আউটপুট ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন যে কয়টি আউটপুট ব্যবহার করা হবে তার পরের আউটপুট থেকে রিসেট পিন সাথে সরাসরি সংযুক্ত করতে হবে। আইসির ০ আউটপুট ( ৩নং পিন ) কোন ক্লক পালস ছাড়াই হাই হয়ে যাই ।

তাই ২নং পিন (১ম আউটপুট) থেকে শুরু করতে হবে। ৪০১৭ আইসির ১৬নং পিন পজিটিভ , ৮নং পিন নেগেটিভ এবং ১৫ পিন রিসেট টার্মিনাল । প্রতিটি আউটপুট হাই হয়ে যাওয়ার সাথে সাথে একটি এলইডি জল্বে। শুধু মাএ অন বা অফ করার জন্য দুটি আউটপুট ব্যবহার করতে হবে। তৈরী করতে যা যা লাগবে : - * আইসি:- ( NE555 Timer , CD-4017 decade counter ) * রেজিস্টার:- ( R1 – 10k, R2 – 1.2m, R3 – 2.2k, R4 – 150k, R5 – 220k, R6 – 10k) * ট্রানজিস্টার:- (T1 – Bc 148, T2 ,T3 ,T4 – BEL 187 * ক্যাপাসিটর ( C1,C2 – 0.1 mfd/16v, C4- 4.7 mfd/16v , C5 – 0.01 mfd/16v , C6 – 1000mfd/16v ) * ডায়োড:- ( D1,D2 -IN4001) * এলইডি :-3pic * মাইক:- কন্ডেসার মাইক http://www.khobor24.co.cc


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.