আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় সীমিত হামলার চিন্তা আমেরিকার

রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় সিরিয়ায় স্বল্প আকারে হলেও হামলা করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই কথা জানিয়েছেন। তবে সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য নামানো হবে না বলে জানান ওবামা।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে গত সপ্তাহে দামেস্কে রাসায়নিক অস্ত্রের হামলার ঘটনার পেছনে মূলত সিরিয়ার সরকারই যে দায়ী সে বিষয়ে তারা নিশ্চিত। তাছাড়া সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারে গত ২১ আগস্ট মোট ১ হাজার ৪২৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪২৬টি শিশু রয়েছে উল্লেখ করে ওবামা বলেন, ‘আমরা এমন বিশ্ব মেনে নিতে পারি না, যেখানে নারী, শিশু ও নিরপরাধ মানুষ এমন বিষাক্ত গ্যাসের শিকার হবে।

তাই স্বল্প আকারে হলেও আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন রাসায়নিক অস্ত্রের ব্যবহার মূলত বিশ্বের প্রতি ছুঁড়ে দেয়া সিরিয়ার একটি চ্যালেঞ্জ যা মার্কিন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি।

ওবামা বলেছেন, আমরা আগ্রহী সবার সাথেই আলোচনা করেছি । কোন অবস্থাতেই সেখানে আমাদের সৈন্যদের বুটের পাড়া পড়বে না এবং এটা কোন দীর্ঘমেয়াদি কর্মকাণ্ড হবেনা। আমরা সীমিত পরিসরে একটি পদক্ষেপ নিতে চাই যাতে করে বিশ্বের সব দেশ বুঝতে পারে যে আন্তর্জাতিক সম্প্রদায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে যে নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব দেয়।

তবে যুক্তরাষ্ট্র বলছে স্বাস্থ্যকর্মী, প্রত্যক্ষদর্শীর বয়ান, সাংবাদিক, ভিডিও চিত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজারো প্রতিবেদনের সমন্বয়ে তাদের প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.