আমাদের কথা খুঁজে নিন

   

Ashampoo Snap 6.0.8 full version প্রোফেসনাল স্ক্রীন ক্যাপচার টুল

টেক বন্ধুরা সবাই কেমন আছেন?? আজকে দারুন একটি স্ক্রীন ক্যাপচার সফটওয়্যার শেয়ার করছি Ashampoo Snap 6.0.8 । অনেক স্ক্রীন ক্যাপচার ই ব্যবহার করেছেন কিন্তু এইটা ব্যবহার না করে থাকলে একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি স্ক্রীন ক্যাপচার সম্বন্ধে আপনার ধারনা বদলে দেবে। এটির নতুন ফিচার গুলো আপনাকে করে তুলবে প্রোফেসনাল ক্যাপচার। Ashampoo Snap 6.0.8 মূল্য প্রায় ৬০ ডলার মত যদিও একাহে সব ফ্রী তে পাওয়া যাই তাই চিন্তার কোন কারন নেই। তো হয়ে যান প্রোফেসনাল ক্যাপচার ও প্রোফেসনাল ইমেজ এডিটর Ashampoo Snap এর সঙ্গে।



আরও অনেক ফিচার আছে ব্যবহার করলেই বুঝতে পারবেন। কিছু স্ক্রীন সট দিলাম।



হয়ে গেল ফুল ভার্সন সারা জীবন ব্যবহার করুন।
ও হে ডাউনলোড লিঙ্ক দিতে ভুলে গেলাম । ডাউনলোড  লিঙ্ক টা Affiliate কি না জানি না টেকটিউন এর নীতি মালা বিরোধী হতে পারে তাই একটু কষ্ট করে আমার ব্লগ থেকে ডাউনলোড করে নিবেন এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত।


সবাই ভালো থাকবেন খুব সিঘ্রিয় দেখা হবে।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।