আমাদের কথা খুঁজে নিন

   

একটা স্বপ্নই হয়ত

Live Long Happy Strong Stay Young

অন্ধকার পৃথিবী। অন্ধকার একটা রাস্তা ধরে হেটে চলছি আমি একা। শুধু নক্ষত্রের আলোর মত মৃদু একটা আলো চারদিকে। অনেকগুলো গাছ। বনই হবে হয়তো কোনো।

চলতে চলতে একটু দুরে গাছের ফাঁক দিয়ে ভোরের আকাশের রংএর মত একটু আলো চমকে দিল আমায়। অন্ধকার সে জগতের ঠিক বিশেষ একটা জায়গায় আছে আলোটা। অনেক রঙ্গিন আর স্পষ্ট দেখাচ্ছিল সে স্থানটুকু। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম সেদিকে। হাটার গতি মন্থর হয়ে এল আমার।

গাছের আড়াল থেকে চুপি চুপি তাকিয়ে দেখতে থাকলাম। তবু কাছে গিয়ে দেখলাম না,শুধু দুর থেকে। কিসের যেন একটা ভয় কাজ করছিল মনের ভিতর। পকেট থেকে মোবাইলটা বের করলাম। ক'টা ছবি তুলে নিলাম।

ততক্ষনে চারদিকের অন্ধকারটা কমে এসেছে কিছুটা। তারপর..... আমি...... কি যেন???.....!........ * * * সকালে ঘুম থেকে উঠে মোবাইলে খুজলাম ছবিগুলো। নাহ.. একটাও নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.