আমাদের কথা খুঁজে নিন

   

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত

বাংলার জনগন কুড়িগ্রাম: শনিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশি এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মোকছেদুল (২২) বিদ্যাবাগিস গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী কলেজের ডিগ্রির ছাত্র ছিলেন। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিদ্যাবাগিস সীমান্তের ৯৩৯ নম্বর পিলারের কাছে গরু আনার কাজে সহযোগিতা করার সময় শনিবার ভোর ৫টার দিকে বিএসএফের গুলিতে মোকছেদুল আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ভর্তি করেন। পরে তার অবস্থা খারাপ হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। সকাল সাড়ে ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাশীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিএসএফের গুলিতে ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে। প্রায় একই সময় এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.