আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানহোল থেকে বলছি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

শোনো হে পথিক একটু দাঁড়াও, শুনে যাও মোর কথা- পড়িয়াছি আমি ম্যানহোলে তাই সর্বাঙ্গেই ব্যাথা। হাঁটিতে হাঁটিতে হঠাৎ পড়িলাম খোলা এক ম্যানহোলে, নিমিষেই আমি স্নান সারিলাম নিকৃষ্ট কালো জলে। মস্তকটা উপরে তুলিয়া জানাইতেছি আবদার, পতিত আমি উঠিতে না পারি করো মোরে উদ্ধার। সকল চাহুনি আমারি দিকে হাসিতেছে সব নারী, স্বীয় চেষ্টায় উঠিতে চাইলাম উঠিতে নাহি পারি। চোরেদের কোনো বিবেচনা নেই ম্যানহোল করিছে ফাঁকা, ম্যানহোল পৃষ্ঠ উজার করিয়া জুটায়ে নেশার টাকা। তাদেরি জন্য হেয় হইয়াছি, হইয়াছি অপমান- আরেকটু হইলেই চলিয়া যাইতো, দেহ হইতে এই প্রান। নিশি কুটুম্ব তোমাদেরই কহি দয়া করে ভাই শোন, গাড়ি, বাড়ি, জমি নিয়ে যাও সবি- নিও না কেবল ম্যানহোল পৃষ্ঠ কোনো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।