আমাদের কথা খুঁজে নিন

   

ম্যানহোল

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

ভেঙ্গেছে পা কেমনে বাবা পুত্রধন ! :এই ই ম্যানহোলে অন্ধকারে ঠকাস আওয়াজ করে আঘাত শুধু পা টুকুতে ব্যান্ডেজ ভুলিনি নিতে : ম্যানহোলে যদি পড়ো পুরো শরীর নড়োবড়ো এ্যানাটমি তো দেখছি আছে একদম ফিট ন ন নাহ্ বিশ্বেস হয়না বলতো খুলে সব :নানা ভাইয়ের কল্যানে ম্যানহোল বুজে গ্যাছে মাটি বালি ময়লাতে এই উষ্ঠার আঘাত সইতে পারি এই বয়সে :তারপর ? :ক্ষুদে বার্তায় জানিয়ে দিলাম “থ্যাংক্যু ভাইয়া” ঠ্যাং ভাঙ্গার কল্যানে কদিন বন্ধ কোচিং যাওয়া ফেসবুকে মাতামাতির সময় যাবে পাওয়া :বলে যাও পুত্রধন :ভাইয়া পাঠালো ক্যাডারদল রড হকিস্টিক হাতে শুধালো তারা কোথায় কোথায় ভাঙ্গেনি হাড্ডি দেখা ইশারাতে । খুব হাঙ্গামা হবেনা পঙ্গু-ভাঙ্গাচুরা হাসপাতাল খুব কাছে । কোচিং বন্ধুরা,রাস্তার লোকেরা দাড়ালো ওদের ঘিরে হাতে হাতে ইট একদম টাটকা আওয়াজ উঠল ফাটাও মাথা ক্যাডারের দল ফেলে লাঠিসোটা যেভাবে ছুটল না ! উসাইন বোল্ট আর নাববেনা সামনের অলিম্পিকে । আগস্ট/২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।