আমাদের কথা খুঁজে নিন

   

সমাজতান্ত্রিক মানবতা

আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে.....

সমাজতাণ্ত্রিক মানবতার ভাবধারায় অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হয়ে জীবনকে উপলব্দি করতে শিখেছি।সমাজতান্ত্রিক মানবতা মানে বিপ্লবী মানবতার মর্মবস্তু কি?বিপ্লবী মানবতা হচ্ছে এক ধরণের সক্রিয় মানবতা যেখানে সবার উপরে মানুষের স্থান।এই মানবতা মানুষকে শ্রদ্ধা করতে শেখায়,উদ্বুদ্ধ করে মানুষের জীবনকে নতুন ভাবে ঢেলে সাজাতে।বিপ্লবী মানবতা বিদ্রোহ করে প্রথাবদ্ধ জীবনের সাথে আপোষ করার নিষ্ক্রিয় মানবতার বিরূদ্ধে।এ নতুন মানবতা মানুষকে উদ্বুদ্ধ করে জীবনের সমস্ত সত্যেকে আত্নস্ত করতে।মানুষের জীবনের মানকে উন্নত করতে যেখানে হানাহানির বদলে মন্যুষত্ব সম্প্রীতি গড়ে তুলে।এই বিভাজিত সমাজের সহস্র ভাগ্ঙনকে সংগঠিত করাই সমাজতান্ত্রিক সমাজ প্রধান লক্ষ্য।আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সমাজের শোষিত মানুষের সংগ্রামকে বেগবান করি আর শোষকের ভীত নাড়িয়ে দিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.