আমাদের কথা খুঁজে নিন

   

'সমাজতান্ত্রিক ফোরাম' গ্রুপ সদস্যদের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে



প্রিয় ব্লগারবৃন্দ আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন। আমাদের এই গ্রুপ তৈরীর মূল উদ্দেশ্য ছিল- আমরা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি তারা যেন এই প্লাটফর্মে এসে নিজেদের মতামত, চিন্তা ভাবনা গুলো পরস্পরের সাথে শেয়ার করতে পারি। সমাজতন্ত্র প্রতিষ্ঠার রণনীতি, রণকৌশল, সমাজতন্ত্র প্রতিষ্ঠার উপায়, আমাদের করনীয় সর্বোপরি সবাই মিলে একটা মুক্ত আলোচনায় অংশ নিতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই গ্রুপ গঠনের তিন মাস পূর্ন হলেও আমরা এই গ্রুপে এগুলোর কিছুই করতে পারিনি। এই গ্রুপকে কার্যকরী ও সক্রিয় করতে আমরা কতকগুলো কাজ হাতে নিয়েছি।

১. গ্রুপের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ তৈরি করা হবে। এটা করা যেতে পারে- প্রথমে একটি ডাটাবেস তৈরি করতে হবে- প্রত্যকে গ্রুপ মেম্বারের কাছ থেকে মেইল আইডি সংগ্রহ করার মধ্য দিয়ে। মেইল আইডি সংগ্রহের জন্য প্রত্যক সদস্যের ব্লগে গিয়ে লাস্ট পোস্টে কমেন্ট আকারে একটি বক্তব্য নিয়ে হাজির হতে হবে। সেখানে মেইল আইডি চাওয়া হবে। এই আইডি নিয়ে গ্রুপ মডারেটরের পক্ষ থেকে নিয়মিত সদস্য বরাবর মেইল করে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতে হবে।

২. একটি পোস্ট রাখা হবে- স্টিকি বা নির্বাচিত পোস্ট হিসাবে- যেটিতে সামহোয়ারে যেখানে সমাজতন্ত্র নিয়ে ডিবেট চলছে- সেটির লিস্ট দিতে হবে। এই পোস্ট মডারেটররা নিয়মিত আপডেট করবে- এক/দু সপ্তাহের ডিবেটিং পোস্টগুলোর লিংক সেখানে দিতে হবে। এটির মন্তব্যে সদস্যরা নিয়মিত এসে- বিভিন্ন ডিবেটিং পোস্টের লিংক দিয়ে যাবে। ফলে, কেউ যদি একা একা ডিবেট করেও থাকে- তার দেয়া লিংক ধরে অন্যরাও সেই ডিবেটে অংশ নিতে পারবে। এই নির্বাচিত পোস্টের দেয়া আপডেটকৃত লিংকগুলো মেইলের মাধ্যমেও সদস্যদের কাছে পৌঁছে দিতে হবে।

৩. গ্রুপ আড্ডা চালু করা হবে। মেইলের মাধ্যমে- সবার কাছ থেকে একটি গ্রহণযোগ্য সময় চাইতে হবে- যেসময় বেশিরভাগ সদস্য সময় দিতে পারবে- সপ্তাহের সেই দিন- সেই সময়ে এই গ্রুপ আড্ডা শুরু হবে। এই আড্ডা পোস্ট পুরো সপ্তাহের জন্য স্টিকি করে রাখতে হবে। এই আড্ডা নির্দিষ্ট বিষয় ধরে হতে পারে। যেমন: বাংলাদেশের বিপ্লবের স্তর, বা অন্য কিছু।

এবং পরের সপ্তাহের বিষয় কি হবে- এটা নিয়েও সদস্যদের মতামত আহবান করতে হবে। ৪. পরিকল্পনা পোস্ট থাকতে পারে। সেটিও নির্বাচিত পোস্ট হিসাবে থাকতে পারে। সেখানে- এই গ্রুপ কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে- সেটি নিয়ে পরিকল্পনা আহবান করতে হবে। যেমন, অনুবাদ।

জেড নেট, সিডলিং, ওয়ার্কার্স ওয়ার্ল্ড, ডব্লিও এস ডব্লিও এস প্রভৃতি বিভিন্ন ওয়েব সাইটের নিউজ এনালাইসিস গুলো নিজেদের মধ্যে শেয়ার করা ও ভাগ করে অনুবাদের কাজ করা যেতে পারে। এই কাজটি গ্রুপ মানে গ্রুপের সদস্যরাই করবে। ভালো ও প্রয়োজনীয় লেখার লিংক শেয়ার করা ও একেকজন একেক লেখা অনুবাদের দায়িত্ব নেয়ার কথা আমি বলতে চাচ্ছি এখানে। এধরণের আরো বিভিন্ন পরিকল্পনা এই গ্রুপ নিতে পারে। আপনাদের সবার অংশগ্রহন একান্ত কাম্য।

গ্রুপকে কার্যকর ও সক্রিয় করতে আপনারা নতুন নতুন আরোও আইডিয়া দিতে পারেন। কোনো কিছুই একা করতে গেলে সফলতা আসেনা। সকলে মিলে করলে কাজটি সুচারুরুপে সম্পন্ন হয়। আশা করি আমরা গ্রুপের সকলে মিলে একসাথে গঠনমূলক কিছু করবো। সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হলে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে।

এর কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.